Waqar Younis on Rizwan Namaz : ভারতীয়দের মধ্যে রিজওয়ানের নামাজ পড়া নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াকার ইউনুসের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Pakistan fast bowler Waqar Younis creates new controversy about Mohammad Rizwan namaz comments among Hindus. ওয়াসিম আক্রম, ইনজামাম, সাকলাইন বা শোয়েব আখতার যে মন্তব্য কখনও করেননি, সেটাই করে বসলেন ওয়াকার ইউনিস,ARY নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার সাফ জানিয়ে দিলেন, “সবথেকে ভাল লেগেছে রিজওয়ানকে দেখে। ও হিন্দুদের মধ্যে মাঠে নামাজ পরেছে। এটা আমার কাছে ব্যাপক তৃপ্তির।”
#দুবাই: একদিকে ভারতের জোরে বোলার মহম্মদ শামিকে যখন হারের কারণ হিসেবে জঘন্য আক্রমণ করা হয়েছে এদেশে, তখন সীমান্তের ওপার থেকেও এবার জঘন্য মন্তব্য এল এক প্রাক্তন কিংবদন্তির কাছ থেকে। ওয়াকার ইউনিস ভারতীয় আইপিএলে কাজ করে গিয়েছেন। খেলে গিয়েছেন। ওয়াসিম আক্রম, ইনজামাম, সাকলাইন বা শোয়েব আখতার যে মন্তব্য কখনও করেননি, সেটাই করে বসলেন ওয়াকার ইউনিস। ভারত-পাকিস্তান ম্যাচের ৪৮ ঘন্টা অতিক্রান্ত। তবে সেই ম্যাচের উত্তাপ এখনও বহাল।
রবিবার ভারতকে দুরন্ত ক্রিকেটে পাকিস্তান হারানোর পরে এবার ভয়ঙ্কর মন্তব্য করে বসলেন ওয়াকার ইউনিস। ARY নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার সাফ জানিয়ে দিলেন, “সবথেকে ভাল লেগেছে রিজওয়ানকে দেখে। ও হিন্দুদের মধ্যে মাঠে নামাজ পরেছে। এটা আমার কাছে ব্যাপক তৃপ্তির।” সংশ্লিস্ট টিভি চ্যানেলের প্যানেলে হাজির ছিলেন শোয়েব আখতারও। সঞ্চালিকা তো বটেই শোয়েবও ওয়াকারের এমন মন্তব্যে অবাক হয়ে যান।
advertisement
সোশ্যাল মিডিয়ায় ওয়াকারের এমন বিদ্বেষী মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। প্রত্যেকের বক্তব্যের নির্যাস খেলার সঙ্গে ধর্ম কিংবা রাজনীতি মিশিয়ে বিষবাষ্পে আচ্ছাদিত করার রোগ কবে যাবে! যার জন্য তাঁর কড়া সমালোচনা করলেন হর্ষ ভোগলে (Harsha Bhogle)। ক্রীড়া ধারাভাষ্যকার হর্ষ ভোগলে, ওয়াকারের ওই বিবৃতিকে 'বিপজ্জনক' বলে অভিহিত করে কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন ক্রিকেটবিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধর্মের ভিত্তিতে বিভাজিত নয়।
advertisement
advertisement
For a person of Waqar Younis' stature to say that watching Rizwan offering namaz in front of Hindus was very special to him, is one of the most disappointing things I have heard. A lot of us try hard to play such things down and talk up sport and to hear this is terrible.
— Harsha Bhogle (@bhogleharsha) October 26, 2021
advertisement
ভোগলে বলেন, ওয়াকার ইউনিসের মাপের একজন ক্রিকেট ব্যক্তিত্বের মুখ থেকে এই মন্তব্য আসায় তিনি সবথেকে হতাশাজনক। তিনি জানান, তাঁর মতো অনেকে ক্রিকেটকে ধর্ম, জাতি-বর্ণের ভিত্তিতে বিভক্ত হওয়ার থেকে রক্ষা করার চেষ্টা করেন। তারা সকলে এই ধরনের মন্তব্যকে ভয়ানক বলে মনে করেন। তিনি আরও বলেন, ক্রিকেটাররাই এই খেলাটার দূত, তাই তাদের আরও একটু বেশি দায়িত্বশীল হওয়া উচিত।
advertisement
Former Pakistani cricketer Waqar Younis says on primetime TV that his favourite part of the India-Pakistan match was when a Pakistani player did namaz in front of Hindus In Pakistan, sportsmanship = Jihad@ImranKhanPTI once said in an interview he sees India-Pak matches as Jihad https://t.co/yxsqdn0xaZ
— Swati Goel Sharma (@swati_gs) October 26, 2021
advertisement
ওয়াকারের এই মন্তব্যের জন্য ক্রিকেট বিশ্বের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও জানিয়েছেন ভোগলে। ওয়াকার ইউনুসের এমন মন্তব্যের কড়া জবাব যেমন দিয়েছেন ভারতের বিভিন্ন ধর্মের মানুষ, তেমনই পাকিস্তানের কিছু ক্রিকেট ভক্ত ওয়াকারকে মনে করিয়ে দিয়েছেন মাঠের মধ্যে নমাজ পড়া রিজওয়ান একা নন। এরকম বেশ কিছু ক্রিকেটার আগেও করেছেন। কিন্তু তার জন্য অন্য ধর্মের লোকেদের টেনে আনা ঠিক নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2021 12:14 AM IST