Zaheer Khan warns team India: টানা এক ডজন টি ২০ জয়ের পর ভারতকে সাবধান করছেন জাহির খান! কেন?

Last Updated:

Zaheer Khan does not want team India to get complacent after 12 consecutive T20 wins. অতিরিক্ত আত্মবিশ্বাস হইতে সাবধান! টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন জাহির

টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন জাহির
টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন জাহির
কিন্তু পাশাপাশি সাবধানবাণীও শুনিয়ে রাখলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯ বল ও ছয় উইকেট বাকি থাকতেই তৃতীয় টি-টোয়েন্টি জিতে নিয়ে পড়শি দেশকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়েছে ভারতীয় দল। পাশপাশি টানা ১২টি টি-টোয়েন্টি জিতে বিশ্বরেকর্ডও পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। তবে এই বিরাট নজিরের পরেই ভারতকে সতর্ক করলেন জাহির খান।
advertisement
advertisement
প্রাক্তন পেসারের সাফ বক্তব্য কোন মতেই যেন এই নজির গড়ে ভারতীয় আত্মতুষ্ট না হয়। তবে নতুন তারকারা দলে নিয়মিত সুযোগ পাওয়ায় বেশ খুশি তিনি। Cricbuzz-এ এক আলোচনাসভায় জাহির বলেন, টি-টোয়েন্টিতে বিশেষ করে পরপর এতগুলো ম্যাচ জেতা একেবারেই মুখের কথা নয়। কারণ এখানে খুব তাড়াতাড়ি পরিস্থিতি বদলে যায়। এতগুলো জয়ের পর আত্মতুষ্ট না হয়ে নির্ধারিত প্রক্রিয়া চালিয়ে যাওয়াটা খুব জরুরি।
advertisement
ভাল খবর বলতে এই ১২ ম্যাচে দলে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ১২ থেকেই ছিটকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে বিশ্বকাপের শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়াকে হারায় ভারতীয় দল। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং সর্বশেষে শ্রীলঙ্কাকে নাগাড়ে হোয়াইটওয়াশ করে এই নজির গড়েছে ভারতীয় দল।
advertisement
এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মুখোমুখি হওয়ার কথা। তবে তার জন্য এখনও অনেকটা সময় বাকি। আইপিএলের পর সেই সিরিজ অনুষ্ঠিত হবে। জাহির খান মনে করেন আরও অন্তত ৪-৫ জন ক্রিকেটারকে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আগামী দু মাসের মধ্যে চূড়ান্ত ১৮-২০ জনের দল তৈরি করে ফেলবেন নির্বাচকরা। জাহির মনে করেন যেহেতু দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা, তাই অতিরিক্ত গা ছাড়া মনোভাব এই দলে আসা সম্ভব নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Zaheer Khan warns team India: টানা এক ডজন টি ২০ জয়ের পর ভারতকে সাবধান করছেন জাহির খান! কেন?
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement