IND vs PAK: ৪ উইকেট নিয়েও দল থেকে বাদ কুলদীপ! ভারতীয় তারকা এ কী বললেন? কারণটা কী?

Last Updated:

India vs Pakistan: ইউএই-র বিরুদ্ধে মাত্র সাত রান দিয়ে চারটি উইকেট নেন কুলদীপ যাদব। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ইউএই দল ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায়।

News18
News18
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এ ভারতের শুরুটা হয়েছে দুর্দান্তভাবে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের নায়ক ছিলেন কুলদীপ যাদব, যিনি সাত বছর পর টি-২০ ফরম্যাটে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তিনি মাত্র সাত রান দিয়ে চারটি উইকেট নেন, যার মধ্যে এক ওভারে তিনটি উইকেট ছিল। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ইউএই দল ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায়।
কুলদীপের এই নজরকাড়া পারফরম্যান্সের পরও প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকরের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় রসিকতা করে লেখেন, “কুলদীপ এক ওভারে তিনটি উইকেট নিয়েছে। এখন সম্ভবত ও আরেকটা ম্যাচ খেলবে না।” এই পোস্টের সঙ্গে তিনি একটি ঠাট্টাপূর্ণ ইমোজিও ব্যবহার করেন। যদিও এই মন্তব্য হালকা মেজাজে করা হয়েছে, তবুও তা কুলদীপের ভক্তদের মনে প্রশ্ন তুলেছে।
advertisement
অনেকদিন ধরেই অনেকে মনে করছেন, বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর কুলদীপ যাদবের প্রতি ন্যায্য আচরণ করছেন না। ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর এটিই ছিল কুলদীপের প্রথম টি-২০ ম্যাচ, এবং তিনি সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছেন। এমন পারফরম্যান্সের পরও যদি তাঁর পরবর্তী ম্যাচে খেলা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে ভক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চার করাটা স্বাভাবিক।
advertisement
advertisement
advertisement
ভারতের ব্যাটিংও ছিল যথেষ্ট আগ্রাসী। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান এবং শুভমান গিল অপরাজিত ২০ রান করে মাত্র ৪.৩ ওভারে জয় নিশ্চিত করে। এশিয়া কাপে ভারতের এটি সবচেয়ে দ্রুততম লক্ষ্য তাড়া করার রেকর্ড। ১৪ সেপ্টেম্বর ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। এখন দেখার বিষয়, গম্ভীর ও তার টিম ম্যানেজমেন্ট কুলদীপের অসাধারণ পারফরম্যান্সকে কতটা গুরুত্ব দেয় এবং তাঁকে পাকিস্তানের বিরুদ্ধে একাদশে রাখে কিনা।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ৪ উইকেট নিয়েও দল থেকে বাদ কুলদীপ! ভারতীয় তারকা এ কী বললেন? কারণটা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement