Surajit Sengupta former footballer: অতি সংকটে সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস

Last Updated:

Former footballer Surajit Sengupta very critical stage. অতি সংকটে সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস

মাল্টি অর্গান ফেল করেছে সুরজিৎ সেনগুপ্তর
মাল্টি অর্গান ফেল করেছে সুরজিৎ সেনগুপ্তর
#কলকাতা: গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত৷ বেশ কয়েকদিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ তাঁর অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক এখনও৷ এর আগে সুরজিৎ সেনগুপ্তের ছেলে পেশায় শিক্ষক সিন্ধদেব সেনগুপ্ত জানিয়েছিলেন, ২০১১ সালে তাঁর বাবার শরীরে চারটি স্টেন্ট বসানো হয়েছিল৷ তাঁকে আবার ভেন্টিলেশনে রাখা হয়েছে।
প্রাক্তন ফুটবলারের রক্তচাপ স্বাভাবিক নয়। এছাড়া শ্বাস-প্রশ্বাসে সমস্যা রয়েছে। মাঝেমধ্যেই অসংলগ্ন কথা বলছেন তিনি। আপাতত ভেন্টিলেশনের সাহায্যে তাঁর অক্সিজেনের লেভেল ৯৪ থেকে ৯৮-এর মধ্যে রাখা হয়েছে। ইউরিন সমস্যা হচ্ছিল। রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ একেবারেই স্বাভাবিক ছিল না। শুক্রবার বিকেলে বাইপাসের ধারে নার্সিংহোমে অবস্থার অবনতি হওয়ার কারণে দেখতে যান ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।
advertisement
advertisement
ভারতবর্ষের অন্যতম শিল্পী ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত উঠে আসেন ব্যান্ডেল থেকে। কলকাতার খিদিরপুর ক্লাবে বিখ্যাত কোচ অচ্ছুৎ বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে তার বেড়ে ওঠা। কলকাতা ময়দানে প্রথম বড় ক্লাব মোহনবাগান। ১৯৭৪ সালে কিংবদন্তি শৈলেন মান্নার হাত ধরে মোহনবাগানে আসেন সুরজিৎ। সেবার ১ বছর মোহনবাগানের হয়ে যথেষ্ট সুনাম এর সঙ্গে ময়দানে খেলতে দেখা যায় তাকে।
advertisement
সেবার মোহনবাগান দলের দুটি প্রান্তে ছিলেন সুরজিৎ এবং সুব্রত চট্টোপাধ্যায় (গদাই)। প্রথম বছরে সুরঞ্জিত সেনগুপ্তর সতীর্থ হিসেবে মোহনবাগানের ছিলেন সুব্রত ভট্টাচার্য, নিমাই গোস্বামী, বিজয় দিকপতির মত দিকপাল ফুটবলাররা ছিলেন। পরের বছরেই চলে যান চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল। সেবার আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানকে ৫-০ পরাজিত করে ইস্টবেঙ্গল। প্রথম গোলটি এসেছিল সুরজিতের পা থেকে।
advertisement
সেবছর শিল্ড এবং কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। সিংহভাগ অবদান ছিল সুরঞ্জিত সেনগুপ্তর। ১৯৭৯ পর্যন্ত ইস্টবেঙ্গল ছিলেন সুরজিৎ। ১৯৭৮ সালে তার নেতৃত্বে দিল্লির মাঠে মোহনবাগানকে ৩-০ পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ১৯৮০ সালে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের কারণে এক ঝাঁক ফুটবলার লাল হলুদ ছেড়ে চলে আসেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
advertisement
তাতে অগ্রণী ভূমিকা ছিল সুরজিতের। সেবার ডিসিএম চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মোহামেডানের হয়ে অনবদ্য ফুটবল খেলেন সুরজিৎ। ১৯৮৩ সালে মোহনবাগানের জার্সি গায়ে ফিরে আসেন। পিয়ারলেস ট্রফিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অনবদ্য গোল করেন সেমিফাইনালে। ১৯৮৬ সালে অবসর ভেঙে ফিরে আসেন জর্জ টেলিগ্রাফের হয়ে খেলতে। সুভাষ ভৌমিকের অনুরোধে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Surajit Sengupta former footballer: অতি সংকটে সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement