ফুটবল মাঠ কাঁপাচ্ছেন মহাত্মা গান্ধি! সাম্বার দেশে রীতিমতো শোরগোল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গোটা বিশ্বেই গান্ধিজি সমাদৃত এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অহিংস আন্দোলন এবং অবদানের কথাও লোকমুখে ফেরে৷
রিও ডি জেনেইরো: ব্রাজিলে ফুটবল প্রতিভার অভাব নেই। বলা ভাল ব্রাজিল আর ফুটবল যেন সমর্থক হয়ে গিয়েছে। সম্প্রতি ব্রাজিলের এক উঠতি ফুটবলারকে নিয়ে সেদেশে জোর আলোচনা শুরু হয়েছে।
তবে তা অবশ্য যতটা ওই ফুটবলারের বল পায়ে দক্ষতার জন্য তার থেকেও বেশি করে চর্চায় ওই ফুটবলারের নাম। কারণ ওই ফুটবলারের নাম মহাত্মা গান্ধি হেবারপিও মাত্তস পিরেস৷ বর্তমানে ব্রাজিলের ত্রিনিদাদ ফুটবল ক্লাবে খেলছেন মহাত্মা গান্ধি৷

মহাত্মা গান্ধি হেবারপিও মাত্তস পিরেস৷
advertisement
advertisement
৩১ বছর বয়সি ওই ফুটবলার ২০১১ সালে প্রথম বার পেশাদারি ফুটবলে পা রাখেন৷ প্রথমে অ্যাটলেটিক ক্লাব গোয়েনানইজে নাম লেখান তিনি৷
এই প্রথম নয়৷ প্রথম প্রথম ব্রাজিলীয় ফুটবলারদের অনেকের সঙ্গেই বিখ্যাত বিভিন্ন মাানুষের নামের মিল পাওয়া গিয়েছে৷ দ্য টেলিগ্রাফ-এর রিপোর্ট অনুযায়ী, যেমন বিখ্যাত গায়কের সঙ্গে মিল রেখে জন লেনন নামে এক ফুটবলারের খোঁজ পাওয়া গিয়েছে ব্রাজিলে৷ আবার অন্য একজন ফুটবলারের খোঁজ মিলেছে, তার নাম মসকুইটো৷ বাংলায় যার অর্থ হয় মশা৷
advertisement
গোটা বিশ্বেই গান্ধিজি সমাদৃত এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অহিংস আন্দোলন এবং অবদানের কথাও লোকমুখে ফেরে৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮৯৩ সাল থেকে ১৯১৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন জোহানেসবার্গ, প্রিটোরিয়া এবং ডারবানে প্যাসিভ রেজিস্টার্স ফুটবল ক্লাবের তিনটি দল শুরু করেছিলেন৷ ১৮৯৬ সালে ট্রানসভাল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন গান্ধিজি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 8:32 AM IST