ফুটবল মাঠ কাঁপাচ্ছেন মহাত্মা গান্ধি! সাম্বার দেশে রীতিমতো শোরগোল

Last Updated:

গোটা বিশ্বেই গান্ধিজি সমাদৃত এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অহিংস আন্দোলন এবং অবদানের কথাও লোকমুখে ফেরে৷

মহাত্না গান্ধি৷
মহাত্না গান্ধি৷
রিও ডি জেনেইরো: ব্রাজিলে ফুটবল প্রতিভার অভাব নেই। বলা ভাল ব্রাজিল আর ফুটবল যেন সমর্থক হয়ে গিয়েছে। সম্প্রতি ব্রাজিলের এক উঠতি ফুটবলারকে নিয়ে সেদেশে জোর আলোচনা শুরু হয়েছে।
তবে তা অবশ্য যতটা ওই ফুটবলারের বল পায়ে দক্ষতার জন্য তার থেকেও বেশি করে চর্চায় ওই ফুটবলারের নাম। কারণ ওই ফুটবলারের নাম মহাত্মা গান্ধি হেবারপিও মাত্তস পিরেস৷ বর্তমানে ব্রাজিলের ত্রিনিদাদ ফুটবল ক্লাবে খেলছেন মহাত্মা গান্ধি৷
মহাত্মা গান্ধি হেবারপিও মাত্তস পিরেস৷
advertisement
advertisement
৩১ বছর বয়সি ওই ফুটবলার ২০১১ সালে প্রথম বার পেশাদারি ফুটবলে পা রাখেন৷ প্রথমে অ্যাটলেটিক ক্লাব গোয়েনানইজে নাম লেখান তিনি৷
এই প্রথম নয়৷ প্রথম প্রথম ব্রাজিলীয় ফুটবলারদের অনেকের সঙ্গেই বিখ্যাত বিভিন্ন মাানুষের নামের মিল পাওয়া গিয়েছে৷ দ্য টেলিগ্রাফ-এর রিপোর্ট অনুযায়ী, যেমন বিখ্যাত গায়কের সঙ্গে মিল রেখে জন লেনন নামে এক ফুটবলারের খোঁজ পাওয়া গিয়েছে ব্রাজিলে৷ আবার অন্য একজন ফুটবলারের খোঁজ মিলেছে, তার নাম মসকুইটো৷ বাংলায় যার অর্থ হয় মশা৷
advertisement
গোটা বিশ্বেই গান্ধিজি সমাদৃত এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অহিংস আন্দোলন এবং অবদানের কথাও লোকমুখে ফেরে৷ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮৯৩ সাল থেকে ১৯১৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন জোহানেসবার্গ, প্রিটোরিয়া এবং ডারবানে প্যাসিভ রেজিস্টার্স ফুটবল ক্লাবের তিনটি দল শুরু করেছিলেন৷ ১৮৯৬ সালে ট্রানসভাল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন গান্ধিজি।
বাংলা খবর/ খবর/খেলা/
ফুটবল মাঠ কাঁপাচ্ছেন মহাত্মা গান্ধি! সাম্বার দেশে রীতিমতো শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement