Viral Video: ‘ইটালিয়ান সেলুন’ বিদেশি ক্রিকেটার মুম্বইয়ের রাস্তার ধারে বসে ছাঁটলেন চুল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: মুম্বইয়ের রাস্তার পাশের নাপিতের দোকানে নিজের মেকওভার সেরেছেন ইংলিশ এই তারকা৷
মুম্বই: মুম্বইয়ের রাস্তায় কী সিন! প্রাক্তন ইংলিশ অধিনায়ক ফুটপাতে বসে চুল কাটছেন৷ ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, মাইকেল ভন, বিশ্বকাপের জন্য ভারতে রয়েছেন৷ মেকওভার করার জন্য যেখানে ভারতীয় ক্রিকেটাররা বড় বড় স্যাঁলোতে যান সেখানে মুম্বইয়ের রাস্তার পাশের নাপিতের দোকানে নিজের মেকওভার সেরেছেন ইংলিশ এই তারকা৷ নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি৷ ক্লিপটি শেয়ার করার সময়, ট্যাগলাইনে লেখেন “দিওয়ালি পার্টি ট্রিম”৷
পাশাপাশি তিনি আরও বলেন ‘ভাল বন্ধু দিনজায়ালের কাছ থেকে একটি হেড ম্যাসাজ’ পেয়েছেন। টাইমল্যাপস ভিডিওতে, ক্রিকেটারকে চুল কাটার আগে গায়ে কাপড় দিয়ে চেয়ারে বসে থাকতে দেখা যায় , নাপিত তার চুল কাটে। কয়েক সেকেন্ড পরে, তাকে মাথা এবং কাঁধের ম্যাসেজ করতে দেখা যায়, ভিডিওতে তাঁর চোখমুখ দেখে মনে হয় তিনি সেটা উপভোগ করছেন। মাইক্রোব্লগিং সাইটে তিনি নিজেই ভিডিও আপলোড করেছেন৷
advertisement
আরও পড়ুন – CCTV Video: চোখের সামনে ঘটে গেল মর্মান্তিক ঘটনা, দাদু গাড়ি চালিয়ে দিলেন নিজের নাতির ওপর, চোখে দেখা যায় না
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
Diwali party trim and head massage from my good friend Dinajayal on Ormiston Road in #Mumbai .. @clubprairiefire #HappyDiwali #India !! pic.twitter.com/KWf8XrG42e
— Michael Vaughan (@MichaelVaughan) November 12, 2023
advertisement
কয়েক ঘন্টা আগে, ইংলিশ ক্রিকেটার এক্স-এ গিয়েছিলেন এবং একই নাপিতের কাছ থেকে নিজের শেভ করার একটি ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি বলেন, “সোমবার আমার ভালো বন্ধু দিনজয়ালের সাথে অরমিনস্টন রোডে শেভিং ডে করছে .. #মুম্বই।”
Monday is shaving day on the Orminston Road with my good friend Dinjayal .. #Mumbai pic.twitter.com/HaEjq8RLXY
— Michael Vaughan (@MichaelVaughan) November 13, 2023
advertisement
শেয়ার করার পর থেকে, তার পোস্টগুলি নেটিজেনদের দারুণ পছন্দ হচ্ছে।
একজন বলেছেন, “আপনি নাপিতকে তার কাজ শেষ করার পরে বলতে পারেন “একদম চকাচক হো গ্যায়ে” – অর্থাৎ একদম চকচকে হয়ে গেছেন।
আরেকজন লিখেছেন, “ব্যয়বহুল শোরুমে পেশাদার চুল কাটা একটি মিথ, আপনি রাস্তার পাশেও সেরা পেতে পারেন…”
আরও একজন নেটিজেন জানিয়েছেন- “আমাদের লোকাল ছেলেদের কাজ এভাবে ছড়িয়ে দিচ্ছেন দারুণ!!”
advertisement
‘প্রথমে চুল কাটা এবং এখন শেভ করা। আবেশ বুঁদ’- আরেক নেটিজেনর মন্তব্য৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 7:02 PM IST