Euro 2020 : ড্যানিশ ডিনামাইট বিস্ফোরণ আটকাতে তৈরি ওয়েলস

Last Updated:

অতীতে দু’দলের সাক্ষাতে ওয়েলসকে পিছনে ফেলেছে ডেনমার্ক। ১০ বারের মধ্যে ৬ বার জয় পেয়েছে তারা। চারবার শেষ হাসি হেসেছে ওয়েলস

গ্রুপের অন্তিম ম্যাচে রাশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ২০০৪ সালের পর ফের টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ড্যানিশরা। প্রি কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েলস। গ্রুপ এ’তে রানার্স হয়ে নক-আউটে পৌঁছন গ্যারেথ বেলরা। ড্র দিয়ে ইউরো অভিযান শুরু করার পর দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিরুদ্ধে জয় পেয়েছিল ওয়েলস। তবে অন্তিম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে ১০ জনে লড়েও হারের স্বাদ পেতে হয় তাদের। যদিও সেই হার ভুলে নক-আউট পর্বে সেরাটা মেলে ধরতে মরিয়া বেল-অ্যারন র‌্যামসেরা।
advertisement
অতীতে দু’দলের সাক্ষাতে ওয়েলসকে পিছনে ফেলেছে ডেনমার্ক। ১০ বারের মধ্যে ৬ বার জয় পেয়েছে তারা। চারবার শেষ হাসি হেসেছে ওয়েলস। যদিও শেষ তিনটি ম্যাচে একচ্ছত্র দাপট দেখিয়েছে ড্যানিশরা। এই প্রথম কোনও মেজর টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হবে তারা। গত ম্যাচে লাল কার্ড দেখায় শনিবার আমপাডুকে ছাড়াই মাঠে নামতে হবে ওয়েলসকে। তবে নক-আউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গ্যারেথ বেল ছন্দে ফেরায় স্বস্তিতে রয়েছেন কোচ রব পেজকে।
advertisement
advertisement
উল্লেখ্য, তুরস্কের বিরুদ্ধে দু’টি গোল এসেছিল তাঁর অ্যাসিস্ট থেকেই। পক্ষান্তরে, ক্রিশ্চিয়ান এরিকসেন ছাড়া পূর্ণশক্তির দলই হাচ্ছে পাচ্ছেন ডেনমার্ক কোচ জুমান্দ। ২০০৪ সালে শেষবার ইউরোর শেষ আটে পৌঁছেছিল তারা। তারপর গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে ব্যর্থ ড্যানিশরা। এবারের ইউরোয় সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে এরিকসেনের জন্য ভাল কিছু করতে মরিয়া তারা। তবে সহজে ছেড়ে দেবে না ওয়েলস। ইউরোপের অন্যতম সেরা ফুটবলার হয়েও দেশের জার্সিতে সাফল্য অধরা গ্যারেথ বেলের। এবার চাকা উল্টোদিকে ঘোরানো যায় কিনা সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
advertisement
ওয়েলস বনাম ডেনমার্ক
ম্যাচ শুরু - আজ রাত ৯.৩০
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 : ড্যানিশ ডিনামাইট বিস্ফোরণ আটকাতে তৈরি ওয়েলস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement