জুনিয়র রোনাল্ডোর সাইড ভলিতে গোল, জুনিয়রের ছেলের স্কিলে গর্বিত বাবা রোনাল্ডো
Last Updated:
যেন বাপ কা বেটা। পর্তুগাল-আলজিরিয়া ফ্রেন্ডলি শেষে সবার চোখ টানলেন জুনিয়র রোনাল্ডো। ছেলের স্কিলে মাত বাবাও।
#লিসবন: যেন বাপ কা বেটা। পর্তুগাল-আলজিরিয়া ফ্রেন্ডলি শেষে সবার চোখ টানলেন জুনিয়র রোনাল্ডো। ছেলের স্কিলে মাত বাবাও।
জুভেন্টাসের বিরুদ্ধে ব্যাকভলিতে তাঁর করা গোলে তাক লেগে গিয়েছিল গোটা বিশ্বের। স্কিল যেন জিনঘটিত। সঙ্গে গোল করার ক্ষিপ্রতাও। প্রায় একই কায়দায় সাইড ভলিতে গোল করে লিসবনে দর্শকদের মনচুির করলেন ছোট রোনাল্ডোও। একে তো পর্তুগালের সহজ জয়ে মন ফুরফুরে ছিল রনির, তার উপর ঠিক যেন চেরি অন দ্য টপ। ছেলের দুটো অসাধারণ গোল দেখে তাই হাসি আর ধরে না গর্বিত বাবার।
advertisement
বাবার মতই এখন থেকেই শরীরচর্চায় পারদর্শী জুনিয়র রনি। ইনস্টাগ্রামে প্রায়ই দু'জনের ছবি আপলোড করেন বড় রোনাল্ডো। কথায় বলে, মর্নিং শোজ দ্যা ডে। আর তা সত্যি হলে কিন্তু বলা যেতেই পারে ফিউচার ক্রিশ্চিয়ানো ইন মেকিং...
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2018 4:44 PM IST