Euro 2020: মাঝমাঠ থেকে গোল দেগে ইতিহাসে Patrick Schick, রাতারাতি হলেন চোখের মণি

Last Updated:

UEFA Euro 2020 তে Czech Republic বনাম Scotland ম্যাচে Patrick Schick -র কামানের গোলা দেখে নিন৷

Patrick Schick's stunner goal in Euro 2020 -Photo- Twitter
Patrick Schick's stunner goal in Euro 2020 -Photo- Twitter
#গ্লাসগো: চেক প্রজাতন্ত্রের (Czech Republic) ১০ নম্বর জার্সিধারী প্যাট্রিক শিক (Patrick Schick)  রাতারাতি ফুটবল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠলেন৷ ইউরোর গ্রুপ ডি-র ম্যাচে ২-০গোলে এদিন হারাল স্কটল্যান্ড৷ ম্যাচে শুধু জোড়া গোল করে দলকে জেতানোই নয় যেভাবে মাঝমাঠ থেকে দূরপাল্লার শটে গোল করলেন তা নিঃসন্দেহে ইউরোর ইতিহাস বইয়ে জায়গা করে নেবে৷ ৫৪ গজ বা ৫০ মিটার দূর থেকে গোল করে সবাইকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছেন তিনি৷
গ্যারি লিনেকারের মতো তারকাও নিজের ট্যুইটার হ্যান্ডেল মন্তব্য করেন৷
advertisement
প্রথমার্ধের ৪২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন শিক৷ কাউন্টার অ্যাটাকে উঠছিল স্কটল্যান্ড , ম্যাচের ৫২ মিনিটে বিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়ে মাঝমাঠ থেকে নিপুণ দক্ষতায় গোলে বল রাখেন তিনি৷ স্কটিশ গোলরক্ষক ডেভি়ড মার্শাল এই হঠাৎ হামলার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না৷ শিকের বাঁ পায়ে নড়ে যায় স্কটিশ গোলদুর্গ৷
advertisement
advertisement
চেক প্রজাতন্ত্রের কাছে ২-০ হেরে যায় স্কটল্যান্ড৷ প্রথমার্ধের শুরু থেকেই দু পক্ষই সুযোগ তৈরি করলেও শিক খেলার ৪২ মিনিটে প্রথম ডেডলক ভাঙেন৷
শিক প্রথম গোলটি করেন হেড থেকে৷  স্কটল্যান্ড ১৯ টি গোলমুখী শট নিয়েছিল যেখানে চেক প্রজাতন্ত্র মাত্র ১০ টি৷ তবে স্কটিশদের এই ক্রমান্বয়ে আক্রমণ প্রতিহত করে গোলদুর্গে ফাটল ধরতে দেননি চেক গোলরক্ষক থমাস ভ্যাকলিক৷
advertisement
শুধু গোলমুখী আক্রমণই নয় এদিন বল পজেশনেও স্কটিশ প্লেয়ারদেরই আধিপত্য ছিল৷ তারা  বিপক্ষের থেকে অনেক বেশি নিজেদর মধ্যে সঠিক পাসও খেলেছিলেন৷ স্কটল্যান্ড এরপর ১৯ জুন খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্যদিকে চেক প্রজাতন্ত্রের পরের খেলা ওই দিনেই৷ তাদের প্রতিপক্ষ গ্রুপ ডি-র ক্রোয়েশিয়া৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: মাঝমাঠ থেকে গোল দেগে ইতিহাসে Patrick Schick, রাতারাতি হলেন চোখের মণি
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement