Uefa Euro 2020: ইতালি বনাম অস্ট্রিয়া টানটান ম্যাচ, কোয়ার্টার ফাইনালে আজুরি বাহিনী

Last Updated:

ওয়েম্বলিতে রুদ্ধশ্বাস ম্যাচের গুরুত্বপূ্র্ণ হাইলাইটস দেখে নিন৷

UEFA Euro 2020: superb performence in extar time Italy wins against Austria and get ticket of quarterfinal- Photo Courtesy- Twitter
UEFA Euro 2020: superb performence in extar time Italy wins against Austria and get ticket of quarterfinal- Photo Courtesy- Twitter
ইতালি (২)- অস্ট্রিয়া (১)
#লন্ডন: রুদ্ধশ্বাস -টানটান ১২০ মিনিটের খেলা৷ ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইতালি৷  এদিন ৯০ মিনিট অবধি খেলা গোলশূন্য থাকায় তা গড়ায় এক্সট্রা টাইমে৷ সেখানেই বাজিমাত আজুরি বাহিনীর৷ ইতালির হয়ে এদিন গোল করে শেষ আটের টিকিট জিতিয়ে দেন দুই পরিবর্ত হিসেবে নামা ফুটবলার৷
এদিন শুরু থেকে আক্রমণাত্মক শুরু করেছিল অস্ট্রিয়া৷ অন্যদিকে ইতালির খেলার ধরণটা ছিল রক্ষণাত্মক৷ প্রথমার্ধে দুই পক্ষেরই গোলমুখী পজিটিভ আক্রমণ ছিল হাতে গোনা৷ ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা৷
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়ার একটি গোল বাতিল হয় ভারের সিদ্ধান্তে৷ এরপর দু পক্ষই চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি কোনও পক্ষই৷ তবে ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে খেলা গড়ালে ইতালির রক্ষণাত্মক খেলার খোলস ছেড়ে বেরিয়ে অনেক বেশি আক্রমণ শুরু করে৷ ফলও পায় হাতেনাতে৷
৮৪ মিনিটে পরিবর্ত হিসেবে নামা চেইসা দলের হয়ে স্কোরলাইন ১-০ করে দেন৷ তুখোড় দক্ষতায় বিপক্ষের তিন ডিফেন্ডারকে পরাস্ত করে অস্ট্রিয়ার জাল বল জড়িয়ে দেন তিনি৷ এদিকে ১ গোল হওয়ার পরেই দু পক্ষই আরও আক্রমণের ঝাঁঝ বাড়ায়৷
advertisement
৬৭ মিনিটে পরিবর্ত হিসেবে নামা পেসিনা এবার গোল করেন৷ খেলার বয়স তখন ১০৫ মিনিট৷ ২-০ গোলে এগিয়ে যায় ইতালি৷
advertisement
এদিকে বারবার আক্রমণ আসছিল ইতালি রক্ষণেও৷ ইতালির গোলদুর্গের দায়িত্বে থাকা প্রহরী বারবার তা প্রতিহত করলেও ডোনারুম্মা ১১৪ মিনিটে পরাস্ত হন৷ গোল করেন অস্ট্রিয়ার কালাজডিচিক৷
তবে শেষ অবধি আর গোলের ব্যবধান কমাতে পারেনি তারা তাই আরও একবার দুই অদ্ভুত দ্বিপাক্ষিক সম্পর্কের দেশে -র লড়াইতে আরও একবার শেষ হাসি হাসল ইতালি৷
advertisement
দেখে নিন ম্যাচের গোলগুলি
এদিকে ইতালি নিজেদের গ্রুপের তিনটি ম্যাচের তিনটিতেই জিতে শেষ ষোলয় এসেছিল তারা৷ এদিকে অস্ট্রিয়া তিনটি ম্যাচের ২ টি তে জিতে এসেছিল৷ কিন্তু শেষ ষোলর হাড্ডাহাড্ডি লড়াইতে জিতল আজুরি বাহিনী৷
advertisement
এই দুই দল এর আগে ৩৫ টি ম্যাচ খেলেছে, সেখানে ইতালি ১৬ টি তে জিতেছে৷ অস্ট্রিয়া জিতেছে ১১ টি-তে, ড্র ছিল ৮ টি ম্যাচে৷ শেষ ম্যাচে ইতালি ২-২ গোলে ড্র করেছিল অস্ট্রিয়া৷
বাংলা খবর/ খবর/খেলা/
Uefa Euro 2020: ইতালি বনাম অস্ট্রিয়া টানটান ম্যাচ, কোয়ার্টার ফাইনালে আজুরি বাহিনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement