ফ্রান্স- ১ (ম্যাটস হুমেলস-২০')
জার্মানি- ০
প্যারিস: একই গ্রুপে রয়েছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি এবং হাঙ্গেরি ৷ এবারের ইউরো কাপে গ্রুপ-‘এফ’-কে নিঃসন্দেহে গ্রুপ অফ ডেথ বলা চলে ৷ মঙ্গলবার হাঙ্গেরিকে ০-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রোনাল্ডোর পর্তুগাল ৷ রাতেই ছিল ফ্রান্স বনাম জার্মানি মহারণ ৷ প্রত্যাশামতোই জার্মানিকে হারিয়েই এবারের ইউরো অভিযান শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ৷
📸 France celebrate opening goal in Munich 🇫🇷⚽️#EURO2020 pic.twitter.com/bdRObIJ9HA
— UEFA EURO 2020 (@EURO2020) June 15, 2021
২০১৬ সালের ইউরো কাপের সেমিফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। এবার অবশ্য ম্যাচে গোল হল মাত্র একটি ৷ ম্যাচের ২০ মিনিটে পোগবা বাঁ-প্রান্তে বল বাড়িয়েছিল লুকাস হার্নান্দেজকে। বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার জার্মানির পেনাল্টি বক্সের মধ্যে সেন্টার করে এমবাপের উদ্দেশে। বল ক্লিয়ার করতে গিয়ে শেষপর্যন্ত নিজের গোলেই ঢুকিয়ে দেন আড়াই বছর পরে জার্মানির জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো ম্যাটস হুমেলস। ম্যাচে আগাগোড়া বল দখলের লড়াইয়ে জার্মানি এগিয়ে থাকলেও গোলের সুযোগগুলিকে কাজে লাগাতে পারেননি তাঁরা ৷ রক্ষণকে জমাট রেখেই দলের আক্রমণ ভাগ সাজিয়েছিলেন ফ্রান্সের কোচ দেশঁ ৷ শেষপর্যন্ত তাতে জার্মানি ম্যাচ উতরোতে সফল বিশ্বচ্যাম্পিয়নরা ৷
😱 Four jaw-dropping goals! Which is your favourite? ⚽️@GazpromFootball | #EUROGOTR | #EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 15, 2021
এদিকে এদিন হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেরিয়ে গেলেন মিশেল প্লাতিনিকে। ইউরোয় এতদিন যে রেকর্ড ছিল ফরাসি কিংবদন্তির দখলে, সেই রেকর্ড ভেঙ্গে দিলেন রোনাল্ডো। ম্যাচের শুরু থেকে দেখে বোঝা যায়নি হাঙ্গেরি তিন গোলে ম্যাচটা হারতে পারে। প্রতিটা ইঞ্চিতে লড়াই করছিল তারা। বুদাপেস্টে ঘরের মাঠে দর্শকদের চিৎকার কাজটা সহজ করে দিয়েছিল। কিন্তু দিনের শেষে খেলার মানই পার্থক্য গড়ে দেয়। এদিন যেমনটা ঘটল। আন্তর্জাতিক গোলের ক্ষেত্রে রোনাল্ডোর সংখ্যা দাঁড়াল ১০৬। আর তিনটে গোল করলেই ইরানের আলি দাইকে স্পর্শ করবেন তিনি। এই জয় প্রমাণ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল নিজেদের সেরা ছন্দেই টুর্নামেন্ট খেলতে এসেছে। রোনাল্ডো নিজেই স্বীকার করেছেন ইউরো চ্যাম্পিয়ন দলের তুলনায় এই দলের মান বেশি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EURO 2020 Copa 2021, Euro Cup 2020