Euro 2020: Cristiano Ronaldo Coca Cola-র বোতল মুখের সামনে থেকে সরালেন, একদিনে কোম্পানির ক্ষতি ৩৩ হাজার কোটি!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Euro 2020: রোনাল্ডো (Cristiano Ronaldo) ছোট্ট কাজের ধাক্কা একদিনে বড় ক্ষতি হল Coca Cola-র৷
#লন্ডন: একটা ছোট্ট কাজ আর তাতেই ‘সামাণ্য ক্ষতি’ কোকাকোলার৷ ইউরো ২০২০ সাংবাদিক সম্মেলনে এসে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Portuguese football star Cristiano Ronaldo) নিজের মুখের সামনে রাখা দুটি কোকাকোলার (Coca-Cola) বোতল সরিয়ে দিয়েছিলেন৷ তার বদলে একটি জলের বোতল নিজের সামনে রাখেন৷ Euro 2020 তে ম্যাচের আগে ১৫ জুন সাংবাদিক সম্মেলনে এই কাণ্ড করেন তিনি৷
৩৬ বছরের সিআর সেভেন কার্বনেটেড সফট ড্রিংকস একদম পছন্দ করেন না৷ তাই নিজের অপছন্দের জিনিসটা সামনে থেকে সরিয়ে দেন৷ আর হাতে করে জলের বোতল তুলে ধরে দেখিয়ে সকলকে জল খেতে বলেন৷
সাংবাদিক সম্মেলনে তাঁর মুখে শোনা যায় ‘Agua!’, যার অর্থ পর্তুগিজে জল৷ কোকাকোলা ইউরো ২০২০ -র সরকারি নন অ্যালকোহলিক পানীয়ের স্পনসর৷ ২০১৯ সালে উয়েফা (UEFA) -র সঙ্গে এই আন্তর্জাতিক নরম পানীয় সংস্থার সঙ্গে চুক্তি হয় তাদের৷ এরই জন্য সারা পৃথিবীতে নিজেদের ব্র্যান্ডকে এই মঞ্চে তুলে ধরার সুযোগ পেয়েছে তারা৷
advertisement
advertisement
রোনাল্ডো এর আগেও নরম পানীয়ের বিরুদ্ধে কথা বলেছেন৷ এর আগে রোনাল্ডো বলেছিলেন, ‘ কোনও কোনও সময় আমার ছেলে কোকাকোলা , ফ্যানটা ,ক্রিসপস এসব খায় , কিন্তু ও জানে আমি এসব পছন্দ করি না৷ ’’
Football star @Cristiano Ronaldo removed two bottles of tournament sponsors Coca-Cola as he entered a #EURO2020 news conference before encouraging people to drink water.
More videos like this here 👉 https://t.co/hhDQuQ1top pic.twitter.com/DqKZIsaHbW — Sky News (@SkyNews) June 15, 2021
advertisement
মার্কায় (Marca ) প্রকাশিত খবর অনুযায়ি রোনাল্ডোর ওই বোতল সরিয়ে দেওয়ার ঘটনায় Coca-Cola-র স্টক প্রাইম একধাক্কায় ১.৬ শতাংশ পড়ে গেছে৷ ২৪২ বিলিয়ন ডলারের কোম্পানি একদিনে নেমে গেছে ২৩৮ বিলিয়ন ডলারের কোম্পানিতে অর্থাৎ ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা৷
পর্তুগালের ম্যানেজার ফার্নান্দো স্যান্টোস এদিনের সাংবাদিক সম্মেলনে রোনাল্ডোর পাশেই হাজির ছিলেন, তিনি কিন্তু নিজের সামনে থেকে কোকাকোলার বোতল সরাননি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2021 12:03 PM IST