Euro 2020 : শুধু রোনাল্ডো নন, আজ নজর রাখুন পর্তুগালের এই তারকাদের ওপর

Last Updated:

২৬ বছর বয়সী ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মরশুম কাটিয়ে এসেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে পর্তুগিজ প্লেমেকার করেছেন ২৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে পর্তুগালের ইউরো অভিযান। প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা পর্তুগালের এ অভিযান ইউরোর শিরোপা ধরে রাখার। রুবেন দিয়াস, জোয়াও ফেলিক্স, দিয়োগো জোতা, গঞ্জালো গুয়েদেস...এত এত প্রতিভার ভিড়ে দুটি নাম বলতে হয় আলাদা করেই। সেই দুজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ব্রুনো ফার্নান্দেজ। ইউরোর শিরোপা ধরে রাখার অভিযানে পর্তুগালের বড় ভরসা ফার্নান্দেজ আর রোনাল্ডো। জুভেন্টাসের ফরোয়ার্ডের বয়স এখন ৩৬ বছর। তবে এখনো দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ২৯ গোল নিয়ে এবারের সিরি ‘আ’তে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিআর সেভেন। সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের জার্সিতে তাঁর গোল ৩৬টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪ গোল।
advertisement
অন্যদিকে ২৬ বছর বয়সী ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত একটি মরশুম কাটিয়ে এসেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে পর্তুগিজ প্লেমেকার করেছেন ২৮ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। রোনাল্ডো যদি গোলের সামনে ভয়ঙ্কর হন, তাহলে মিডফিল্ডার হিসেবে রিমোট থাকবে ব্রুনোর পায়ে। যেমন ছোট জায়গায় বল কন্ট্রোল, তেমনই নিখুঁত থ্রু বাড়াতে পারেন ফার্নান্ডেজ।
advertisement
advertisement
তবে লিভারপুলের জোতা কিন্তু পার্থক্য গড়ে দিতে পারেন। উচ্চতা কম হলেও খুবই স্কিলফুল ফুটবলার। এছাড়া নজর রাখতে হবে বার্নাদো সিলভার ওপর। ম্যানচেস্টার সিটির এই ফুটবলার পেপ গার্দিওলার অত্যন্ত প্রিয়। বা পায়ের ড্রিবলিং এবং বল বাড়ানোর ক্ষমতা অসাধারণ। আক্রমণভাগ এবং রক্ষণের মধ্যে যোগসূত্রের কাজ করেন তিনি।
ডিফেন্সের রুবেন দিয়াস দুর্দান্ত ফর্মে। ইংলিশ প্রিমিয়ার লিগের মরশুমের সেরা ফুটবলার মনোনীত হয়েছেন। তাই সব মিলিয়ে এই মুহূর্তে পর্তুগাল শুধু রোনাল্ডোর দিকে তাকিয়ে নেই। দীর্ঘদিনের প্রচেষ্টায় একটা কমপ্লিট দল তৈরি করতে পেরেছেন কোচ ফার্নান্দো স্যানটস। হাঙ্গেরির বিরুদ্ধে শেষ ইউরো কাপে ৩-৩ ড্র করেছিল পর্তুগাল। সেই হিসেবে আজ বদলাতে মরিয়া থাকবেন গতবারের চ্যাম্পিয়নরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 : শুধু রোনাল্ডো নন, আজ নজর রাখুন পর্তুগালের এই তারকাদের ওপর
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement