সোশ্যাল মিডিয়ায় সিক্স প্যাক এবং কফি মগ হাতে আগুন ঝরাচ্ছেন রোনাল্ডো
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
আজ সিক্স প্যাক, চোখের চশমা এবং হাতে কফি মগ নিয়ে ছবি পোস্ট করলেন পর্তুগিজ তারকা। নিমেষে কয়েক লক্ষ লাইক এবং কমেন্টসের বন্যা
#মাদেইরা: একদিন আগেই ছবি দিয়েছিলেন পরিবারের সঙ্গে নীল সমুদ্রের মাঝে ছুটি কাটানোর। সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং চার সন্তান। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লাক্সারি ইয়টের ডেকে রোদ পোহাচ্ছে রোনাল্ডো পরিবার। তলায় ক্যাপশন লিখেছেন, 'ভালোবাসার মানুষদের সঙ্গে বিশ্রাম নেওয়ার সময় '। অতীতেও কখনও স্পেনের ইবিজা, কখনও ফ্রান্সের সেন্ট টপাজ, কখনও নিজের দেশ পর্তুগালের মাদেইরা সমুদ্র সৈকতে রোনাল্ডোর ছুটি কাটানোর ছবি অনেকবার দেখা গিয়েছে।
— Cristiano Ronaldo (@Cristiano) July 5, 2021
সম্প্রতি ইউরো কাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। বেলজিয়ামের কাছে হেরে শেষ আটে উঠতে পারেনি তাঁরা। আজ সিক্স প্যাক, চোখের চশমা এবং হাতে কফি মগ নিয়ে ছবি পোস্ট করলেন পর্তুগিজ তারকা। নিমেষে কয়েক লক্ষ লাইক এবং কমেন্টসের বন্যা। আপাতত কয়েকদিনের বিশ্রাম নিয়ে ফিরে যাবেন ক্লাব ফুটবলে। সেই চেনা রুটিন হবে আবার শুরু। তার আগে ভিন্ন মেজাজে নিজেকে একটু রিচার্জ করে নেওয়া আর কি !
advertisement
advertisement
সব মিলিয়ে সান্তোরনি ইউরোপের মানচিত্রে অন্যতম জনপ্রিয় ভ্রমণের জায়গা। এই সমুদ্রের বা এগিয়েন উপসাগরের ৩০ কিলোমিটার ভিতরে প্রায় তুরস্কের সীমানার কাছে রোনাল্ডোর নিজস্ব অঞ্চল ভাড়া নেওয়া আছে। সমুদ্রের প্রায় ২১ কিলোমিটার ব্যাসার্ধের ওই জায়গায় তিনি নিশ্চিন্তে তাঁর ফাইভ স্টার ইয়টে পরিবার নিয়ে ছুটি কাটান। কোস্ট গার্ডরা তাদের নিরাপত্তার বিষয়টি নজর রাখলেও কোনো পাপারাৎজিরা এর নাগাল পায় না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2021 12:49 AM IST