Sports news: লা লিগায় আজ মেগা ম্যাচ! অ্যাটলেটিকোর সামনে বার্সেলোনা, ফাতি বনাম সুয়ারেজ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Sports news: মেগাম্যাচে মুখোমুখি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার খেতাব দৌড়ে ভেসে থাকতে জয়ের খোঁজে ফাতি, ডিপেরা।
#কলকাতা: বার্সেলোনা (Barcelona) বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ (atletico madrid)। লা লিগায় (LaLiga)আজ মেগা ম্যাচ। গ্রিজমান, সুয়ারেজদের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলে আনসু ফাতি, মাম্ফিস ডিপেরা কি পারবেন বার্সেলোনাকে লা লিগার খেতাব দৌড়ে ভাসিয়ে রাখতে? অ্যাটলেটিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় রোনাল্ড কোম্যানের দলের লড়াইটা কিন্তু সহজ হবে না।
চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে হারের হ্যাং-ওভার কাটার আগেই আজ লা লিগায় বড় ম্যাচে নামতে হচ্ছে বার্সেলোনাকে। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ সেরার লড়াইয়ে এবার শুরু থেকেই ছন্দে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। সাত ম্যাচের চারটেতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে লুই সুয়ারেজরা। টেবিল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে মাত্র তিন পয়েন্ট দূরে।
advertisement
চ্যাম্পিয়ন্স লিগে সান সিরোতে এসি মিলানকে হারিয়ে আত্মবিশ্বাসের এভারেস্টে থেকে আজ বার্সেলোনার বিরুদ্ধে নামবে কোকে, সুয়ারেজ, গ্রিজমানরা। দলের ফরাসি তারকা থমাস লেমার ছাড়া সিমিওনের দলে চোট আঘাতের সমস্যাও তেমন ভাবে নেই।
advertisement
অন্যদিকে লিওনেল মেসির ক্লাব ছাড়া পরেই চেনা ছন্দে নেই বার্সেলোনা। লা লিগার ২৬ বারের চ্যাম্পিয়নরা লিগে এখনও অপরাজিত থাকলেও পয়েন্ট নষ্টের খেলায় লিগ টেবিলে নেমে এসেছে সাত নম্বরে। ছটি ম্যাচের তিনটেতে ড্র। রোনাল্ড কোম্যানের দলের আত্মবিশ্বাসটাই তলানিতে ঠেকে গিয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে চোটের জন্য আগুয়েরো, ডেম্বেলে, আলেজান্দ্রো, ব্রেথওয়েটদের পাবে না বার্সা। অনিশ্চিত সের্গিও রবার্তো।
advertisement
চোট কাটিয়ে মাঠে ফেরা আনসু ফাতি কিংবা মাম্ফিস ডিপেরা কতোটা কী করতে পারবেন ওয়ান্ডা মেট্রোপলিটানোয়, তার উপরেই নির্ভর করছে মেগাম্যাচে বার্সেলোনার ভাগ্য! সিমিওনের দলের বিরুদ্ধে রোনাল্ড কোম্যানের ছেলেরা কি পারবেন মেসি জমানার বার্সা ম্যাজিক ফিরিয়ে আনতে? দেখার এখন সেটাই! ক্রমাগত খারাপ পারফরম্যান্সে অনিশ্চিত ভবিষ্যতের সামনে বার্সেলোনা ম্যানেজার রোনাল্ড কোম্যান। ক্লাব সভাপতি লাপোর্তেও বেজায় অসন্তুষ্ট কোম্যানের পারফরম্যান্সে। নিউজ১৮ বাংলায় ম্যাচের সরাসরি সম্প্রচার দেখুন রাত সাড়ে বারোটা থেকে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2021 12:39 PM IST