ফের জামা খুলে ওড়াবেন সৌরভ গঙ্গোপাধ্যায়!, কথা দিলেন তিনি!‌ কোথায়?‌ কবে? দেখুন‌

Last Updated:

গ্যালারি আরও একবার সাক্ষী থাকবে দাদাগিরির! দাদা নিজেই নাকি সে কথা দিয়েছেন!

#‌কলকাতা: ২০০২-র ১৩ জুলাই। ক্রিকেট দুনিয়া মনে রেখেছে দিনটা। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের মুহূর্তে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে এক বাঙালির বাইশ গজ শাসনের প্রতীক হয়ে আছে সে দিনটা! ঐতিহ্যের লর্ডসে সেদিন দাদাগিরির সাক্ষী থেকে ছিল ক্রিকেট বিশ্ব।
দাদা এখন আটচল্লিশ। দাদাগিরি আজও রঙিন। আজও অটুট। সেদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহারাজ আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে। ক্রিকেটের বাইশ গজে আজও কায়েম রয়েছে মহারাজের শাসন। তবে এর মধ্যে আসল খবরটি হল, সেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে আগ্রাসী অধিনায়কের মতো দাদা নাকি আবারও জামা খুলবেন! গ্যালারি আরও একবার সাক্ষী থাকবে দাদাগিরির! দাদা নিজেই নাকি সে কথা দিয়েছেন!
advertisement
সম্প্রতি এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং হয়ে গেল। ভার্চুয়াল বৈঠকে সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখ, সৃঞ্জয় বোস, দেবাশিষ দত্তদের পাশাপাশি উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই বৈঠকেই মোহনবাগানের কোন এক কর্তা সৌরভকে অনুরোধ করেন, মোহনবাগান আইএসএল জিতলে জামা খুলে আকাশে উড়িয়ে সেলিব্রেট করতে হবে!
advertisement
এটিকে-মোহনবাগানের বোর্ড মিটিংয়ে বোর্ড অফ ডিরেক্টরদের পক্ষ থেকে এমন প্রস্তাবে হাসি চাপতে পারেননি খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগান প্রতিনিধির প্রস্তাবের উত্তরে সৌরভ বলেন, এটিকে-মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলে গ্যালারিতে লর্ডসের আদলে একই ভাবে সেলিব্রেট করবেন তিনি।
advertisement
তবে জামা খোলার সেলিব্রেশনে পাল্টা শর্ত চাপিয়ে দেন সৌরভ। বলেন, এটিকে-মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়া সেলিব্রেট করব। কিন্তু এবার আমি একা করব না। বাকি সদস্যদের একইরকম ভাবে আমার সঙ্গী হতে হবে। তাদেরও একই ভঙ্গিতে সেলিব্রেট করতে হবে। উৎসাহের সঙ্গে হৈ হৈ করে সম্মতি জানান বাকি সদস্যরা।
তাহলে? ২০২০-২১ মরশুমে এটিকে-মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলে ফের লর্ডসের মতো ঐতিহাসিক সেলিব্রেশন হতেই পারে! দাদা যখন সম্মতি দিয়ে দিয়েছেন, তাহলে আর বাধা কোথায়! ক্রিকেট দুনিয়া মহারাজের দাদাগিরির সাক্ষী থেকেছে বারেবারে। এবার ভারতীয় ফুটবলেও দাদাগিরি সেলিব্রেশনের কাউন্টডাউন শুরু হয়ে গেল। কোভিড আতঙ্কে ভারতে বন্ধ আছে সব ধরনের খেলাধুলো। সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ। এবারেই প্রথম আইএসএলে খেলবে মোহনবাগান। এটিকে-মোহনবাগান নামে মাঠে দেখা যাবে শতাব্দী পুরনো ঐতিহ্যের সবুজ-মেরুনকে। আর সবুজ-মেরুন চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই! ফের সেই মহারাজকীয় সেলিব্রেশন! আবারও সেই মন জয় করা দাদাগিরি।
advertisement
PARADIP GHOSH
বাংলা খবর/ খবর/খেলা/
ফের জামা খুলে ওড়াবেন সৌরভ গঙ্গোপাধ্যায়!, কথা দিলেন তিনি!‌ কোথায়?‌ কবে? দেখুন‌
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement