কোস্টারিকা হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু সার্বিয়ার

Photo Courtesy -Reuters

Photo Courtesy -Reuters

আলেকসান্দার কোলারভের দুরন্ত ফ্রি কিক গড়ে দিল পার্থক্য ৷

  • Last Updated :
  • Share this:
    কোস্টারিকা (০) - সার্বিয়া (১) (আলেকসান্দার কোলারভ)

    #মস্কো : আলেকসান্দার কোলারভের দুরন্ত ফ্রি কিক গড়ে দিল পার্থক্য ৷ তাঁর করা গোলে গ্রুপ ই তে কোস্টারিকার বিরুদ্ধে ১-০ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করল কোস্টারিকা ৷

    World Cup - Group E - Costa Rica vs Serbia

    রোনাল্ডোর ফ্রি কিক এই ক‘দিন কম লেখালিখি হয়নি ৷ এদিনের কোলারভের ফ্রি কিকটিও ছিল  একেবারে সেই মানের ৷ ফ্রি কিকটা এতটাই বিষাক্ত ছিল যে কোস্টারিকার গোলরক্ষক কেলর নাভাসের কিছুই করার ছিল না ৷

    আরও পড়ুন - IN PICS:নেইমার এন্ড কোংয়ের সমর্থণে তৈরি স্ট্রিপ অফ করতে তৈরি সুপার হট গার্ল, পিছিয়ে নেই পেরুও

    এদিনের ম্যাচে দুটি দলই খেলছিল তুল্যমূল্য ৷ কোস্টারিকার বল পজেশন ছিল ৫৩  অন্যদিকে সার্বিয়ার ৪৭ ৷ দু‘দলই আক্রমণাত্মক খেললেও গোল মুখ খুলতে পারেনি প্রথমার্ধে ৷ এদিকে দ্বিতীয়ার্ধে ব্যক্তিগত নৈপুণ্যের অসাধারণ স্বাক্ষরে ম্যাচে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় সার্বিয়া ৷

    আরও পড়ুন -হঠাৎ অসুস্থ লক্ষ্মীরতন, ভর্তি হাসপাতালে

    এদিন ম্যাচ শেষের একটু আগে অবশ্য দু দলের ফুটবলারদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়ায় ৷ কিন্তু সেটা বড় কিছু হয়ে উঠতে পারেনি ৷

     
    First published:

    Tags: 2018 FIFA World Cup, Costarica, FIFA 2018, FIFA WC 2018, Russia World Cup, Serbia, World Cup 2018