'ফুটবলের সব থেকে বড় তারকা হারিয়ে গেল', মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ সচিন !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
শোকবার্তা লিখে ট্যুইটারে মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর।
#নয়া দিল্লি: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা আর নেই ৷ একথা ভাবতেই কেমন যেন লাগছে ফুটবল প্রেমীদের ৷ আর্জেন্টিনা দেশটাকেই অনেকে তাঁর জন্য চিনেছে ৷ মারাদোনার খেলা দেখেই অনেকের বেড়ে ওঠা ৷ মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।
Football and the world of sports has lost one of its greatest players today. Rest in Peace Diego Maradona! You shall be missed. pic.twitter.com/QxhuROZ5a5
— Sachin Tendulkar (@sachin_rt) November 25, 2020
advertisement
২ সপ্তাহ আগেই অস্ত্রোপচার হয়েছিল ফুটবল রাজপুত্রের৷ আর্জেন্তাইন তারকা সেখানে ব্রেন থেকে ক্লট বার করা হয়েছিল৷ এরপরেও তিনি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি ভালো আছেন৷ তাঁর মৃত্যুতে গোটা বিশ্বের মানুষ শোকাহত। শোকাহত সচিন তেন্ডুলকরও। মারাদোনার মৃত্যু যেন মেনে নেওয়াই যায় না। আর কি কি খারাপ হবে ২০২০ সালে।
advertisement
সচিন ট্যুইটারে মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানান। তিনি লিখেছেন, "ফুটবল এবং বিশ্বের ক্রীড়া জগত আজ তাঁদের এক মহান খেলোয়াড়কে হারাল। রেস্ট ইন পিস দিয়েগো মারাদোনা।" এই শোকবার্তা লিখে ট্যুইটারে মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2020 11:37 PM IST