La Liga | Real Madrid: নায়ক বেঞ্জেমা, পিছিয়ে পড়েও লা লিগায় দুর্দান্ত জয় রিয়াল মাদ্রিদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Real Madrid 5 - 2 Celta Vigo; 2021 La Liga: ২-১ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলে জয়। টানটান ফুটবলে রবিবার রাতে লা লিগায় দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ: ৫ ( বেঞ্জিমা- ২৪’, ৪৬’, ৮৭’, ভিনি-৫৪’, ক্যামাভিঙ্গা-৭২’)
সেল্টা ভিগো: ২ (স্যান্টি মিনা-৪’, ফ্র্যাঙ্কো সার্ভি- ৩১’)
মাদ্রিদ: লা লিগায় (La Liga) দুরন্ত জয় রিয়াল (Real Madrid) ও অ্যাটলেটিকোর (Atletico Madrid)। পিছিয়ে পড়ে জয় জোড়া মাদ্রিদের। সেল্টাকে ৫-২ গোলে হারাল রিয়াল। অন্যদিকে অতিরিক্ত সময়ের গোলে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদও।
advertisement
২-১ গোলে পিছিয়ে পড়েও ৫-২ গোলে জয়। টানটান ফুটবলে রবিবার রাতে লা লিগায় দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে পয়েন্ট টেবলেও শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা।
advertisement
৫৬০ দিন পর ফুটবল ফিরল সান্তিয়াগো বার্নাব্যুতে। ২৫ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে দুরন্ত জয় আন্সেলোত্তির রিয়ালের। ম্যাচের শুরুতেই রিয়াল ডিফেন্সের ভুলে গোল করে যান মিনা। স্কোরলাইন, সেল্টা ডি ভিগো ১ - রিয়াল মাদ্রিদ ০।
advertisement
🤗 @Benzema ⚽ @vinijr 🤗 pic.twitter.com/xG7WZpiA8a
— Real Madrid C.F. (@realmadrid) September 12, 2021
ম্যাচের ২৪ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা (Karim Benzema)। ৩২ মিনিটে ম্যাচের গতির বিরুদ্ধে আবারো গোল হয়। এবার কার্ভি। স্কোরলাইন, সেলটা ডি ভিগো ২, রিয়াল ১। পিছিয়ে পড়ে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেন লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়ররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পান বেঞ্জেমা।
advertisement
এরপর আর সেল্টা ডি ভিগোকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি রিয়াল মাদ্রিদ। ৫৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়ররের গোল। স্কোর লাইন ৩-২। ক্যাসেমিরো, হ্যাজার্ডদের দুরন্ত গতি ও শিল্পের সামনে তখন বেসামাল সেল্টা। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান ক্যামাভিঙ্গা। ম্যাচ শেষের মিনিট তিনেক আগে দলের হয়ে পঞ্চম ও নিজের হ্যাটট্রিক সেরে নেন কারিম বেঞ্জিমা। স্কোরলাইন রিয়াল মাদ্রিদ ৫, সেল্টা ডি ভিগো ২। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লা লিগার টেবলে এখন শীর্ষে রিয়াল মাদ্রিদ।
advertisement
অন্যদিকে পয়েন্ট টেবিলে ১৫ নম্বরে থাকা এস্পানিয়ল যে এইভাবে গত বারের চ্যাম্পিয়নদের গলার কাঁটা হয়ে উঠবে, কে ভেবেছিল! ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৪০ মিনিটে টমাসের গোলে এগিয়ে যায় এস্পানিয়ল। ৭৯ মিনিটে ফেরেইরা কারাসকোর গোলে সমতায় ফেরে গ্রিজমান, সুয়ারেজরা। অতিরিক্ত সময়ের ৯ মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে জয়সূচক গোল লেমার। স্কোরলাইন, অ্যাটলেটিকো মাদ্রিদ ২, এস্পানিয়ল ১। চার ম্যাচে এখনও পর্যন্ত ১০ পয়েন্ট গত বারের চ্যাম্পিয়নদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2021 8:27 AM IST