চেক প্রজাতন্ত্রকে চেকমেট করতে আক্রমনাত্মক ফুটবলই ভরসা ডাচদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
মেমফিস ডিপে, ফ্রাঙ্ক ভিনইয়ালদাম, ডি জং - দের সংঘবদ্ধ আক্রমনে ইউরোর ৩ ম্যাচে ৮ গোল দিতে পেরেছে ডাচরা, যা আর কোনো দেশ করতে পারেনি।
গ্রুপের প্রথম ম্যাচ থেকেই দেখা গেছিল আগ্রাসী, ক্ষিপ্র এবং এক তীক্ষ্ণ নেদারল্যান্ডসকে। শেষ ম্যাচ নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে, গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌছেছে কমলা বাহিনী। মেমফিস ডিপে, ফ্রাঙ্ক ভিনইয়ালদাম, ডি জং - দের সংঘবদ্ধ আক্রমনে ইউরোর ৩ ম্যাচে ৮ গোল দিতে পেরেছে ডাচরা, যা আর কোনো দেশ করতে পারেনি।
advertisement
শেষ ম্যাচে তিনবার মেসিডোনিয়ার জালে বল ঢুকিয়ে দিয়েছিল ডিপে এবং ভিনইয়ালদাম। এই নৃশংস নেদারল্যান্ডস ফ্রাঙ্ক ডি বয়ের এর দায়িত্বে তাদের শেষ ১০টি ম্যাচের সবকটিতে কমপক্ষে দুটি করে গোল দিয়েছে। চেক প্রজাতন্ত্র গ্রুপ ডি এর তৃতীয় স্থান থেকে উত্তীর্ণ হয়েছে শেষ ষোলোয়। স্কটল্যান্ড এর পর তারাও ইংল্যান্ডের কঠিন ডিফেন্সের কাছে ধরাশায়ী হয়েছে। রহিম স্টার্লিং এর একটি গোলই তাদের মধ্যে পার্থক্য করে দেয়। এই পরাজয়টা বাদ দিলে, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র এবং স্কটল্যান্ডকে হারিয়ে, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পায় গ্রুপের। এই চার পয়েন্টের জন্যই তৃতীয় স্থানে থেকেও শেষ ষোলোয় জায়গা পায় চেক রিপাবলিক।
advertisement
advertisement
২০০৪ সালে চেক প্রজাতন্ত্র যখন নেদারল্যান্ডস এর মুখোমুখি হয়েছিল বিশ্ব এক অসাধারণ কামব্যাক দেখেছিল চেকদের পক্ষে, ২-০ গোলে পিছিয়ে থেকেও বারস এবং স্মাইসার ৩ গোল দিয়ে ম্যাচ বার করে আনে। ২০১৫ তে যেবার এরা আবার মুখোমুখি হয়েছিল সেবারও ফল চেকদের পক্ষেই ৩-২ হয়েছিল।
কোচ ডি বয়ের রবিবারের ম্যাচের জন্য খেলাবেন আক্রমনে ডি পে, ওয়েগহরস্টকে এবং মাঝমাঠে থাকবেন ডি ইয়ং, ডামফ্রি এবং ভিনইয়ালদাম। ডিফেন্স অবশ্যই থাকবে ম্যাথিয়াস ডি লাইট। চেক রিপাবলিকের কোচ সিলাভী খেলাত পারেন ৪-২-৩-১ এ যেখানে স্ট্রাইকার থাকবেন শিক। রাইট ব্যাক বরিল এর জায়গায় থাকতে পারে মাতেজু। এছাড়া তিনি দলে আর বদল করবেন বলে মনে হয় না।
advertisement
নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক
ভারতীয় সময় - আজ রাত ৯:৩০
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2021 7:54 PM IST