Euro 2020: আজ রাতে আবার কমলা ঝড় ? বড় জয়ের অপেক্ষায় নেদারল্যান্ডস

Last Updated:

২০১৬ সালে দুই দলের শেষ সাক্ষাতে ২-০ জিতেছিল ডাচরা। সব মিলিয়ে ১৪ ম্যাচের ভেতর অস্ট্রিয়ার বিরুদ্ধে ৮টি জয় রয়েছে কমলা জার্সির।

কিন্তু তাদের চিন্তার বিষয় একটাই।কাউন্টার অ্যাটাকে ইউক্রেন দুটি গোল করে যায় তাদের বিরুদ্ধে। তাই এদিনের অনুশীলনে তাই নিয়েই চর্চা করা হয়। এমনিতেই টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগে অস্ত্রোপচারের কারণে ছিটকে গিয়েছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার ভ্যান ডাইক। তার ওপর প্রথম ম্যাচে ছিলেন না ডি লাইট। তাঁর থাকা আর না থাকার মধ্যে অনেক পার্থক্য। মনে করা হচ্ছে যদি তাঁরা অ্যাটাকিং এর মতন সমান গুরত্ব ডিফেন্সে দেয় তাহলে গ্রুপ সি - র প্রথম টিম হিসেবে তাঁরা পরবর্তী রাউন্ডে যাবে।
advertisement
এই ম্যাচের আগে টিমে তেমন কোনো চোট আঘাত নেই। তাই ইউক্রেনের বিরুদ্ধে যে প্রথম ১১ ছিল তাই থাকছে এই ম্যাচে। অন্যদিকে নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভ করে অনেকটাই নিশ্চিন্ত অস্ট্রিয়া শিবির। এই ম্যাচেও আলাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। ডাচদের বিরুদ্ধে অস্ট্রিয়া কোন ছকে নামে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরনাতোভিচ পরিবর্ত হিসেবে নেমে গোল পান শেষ ম্যাচে। তিনিও কোচের ভাবনা চিন্তার মধ্যে থাকবেন বলে আশা করা যায়। কিন্তু শাস্তি জুটেছে কপালে।
advertisement
advertisement
অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডসকে হারানো তাদের কাছে খুব কঠিন চ্যালেঞ্জ হিসেবে মনে করে হচ্ছে। অস্ট্রিয়া কোচ ফোদা এদিন বলেন যে পরের রাউন্ডে ওঠার জন্য পয়েন্ট চাই। তিনি তার ছেলেদের প্রশংসা করেন প্রথম ম্যাচে জয়ের জন্য। কিন্তু দুই দলের মানের বিচারে অনেকটাই এগিয়ে নেদারল্যান্ডস। ২০১৬ সালে দুই দলের শেষ সাক্ষাতে ২-০ জিতেছিল ডাচরা। সব মিলিয়ে ১৪ ম্যাচের ভেতর অস্ট্রিয়ার বিরুদ্ধে ৮টি জয় রয়েছে কমলা জার্সির। জহান ক্রুইফ এরিনায় আজ রাতে কমলা ঝড়ের অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব।
advertisement
নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া
ম্যাচ শুরু - আজ রাত ১২:৩০
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: আজ রাতে আবার কমলা ঝড় ? বড় জয়ের অপেক্ষায় নেদারল্যান্ডস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement