ময়দানে গাঁটছড়া এটিকে মোহনবাগানের, ৮০ শতাংশ শেয়ার এটিকের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই বছরের মাঝামাঝি সময় এটিকে এবং মোহনবাগান মিলে তৈরি হবে একটি নতুন কোম্পানি
#কলকাতা: লক্মীবারেই মিলল ঐতিহ্য। জল্পনা থামিয়ে, ছয় বছরের এটিকের হাত ধরল একশো তিরিশ বছরের মোহনবাগান। বৃহস্পতিবাপ মউ স্বাক্ষরের মাধ্যমে সংযুক্তিকরণ হল দুই ক্লাবের। এই বছরের পয়লা জুন থেকে কার্যকর হবে চুক্তি। এর ফলে ৮০ শতাংশ মালিকানা থাকবে এটিকের এবং ২০ শতাংশ থাকবে মোহনবাগানের হাতে৷
দীর্ঘ জল্পনা থামল বৃহস্পতিবার। মউ স্বাক্ষরের মাধ্যমে প্রাথমিক ভাবে সংযুক্তিকরণ হল মোহনবাগান-এটিকের। এদিন দুপুরেই মোহনবাগান জার্সি হাতে ছবি টুইট করেন এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, আপাতত লোগো থাকবে মোহনবাগানের। জার্সিং রং হবে সবুজ-মেরুন। আগামী মরশুমে আইএসএলে খেলতে দেখা যাবে মোহনবাগানকে।
The official press release of Mohun Bagan regarding new investor is available in the official websitehttps://t.co/NifBXQbugJ pic.twitter.com/4QU4evdW7m
— Mohun Bagan (@Mohun_Bagan) January 16, 2020
advertisement
advertisement
এই বছরের মাঝামাঝি সময় এটিকে এবং মোহনবাগান মিলে তৈরি হবে একটি নতুন কোম্পানি। সেই কোম্পানির আশি শতাংশ শেয়ার থাকবে সঞ্জীব গোয়েঙ্কাদের হাতে। বাকি কুড়ি শতাংশ সবুজ-মেরুন কর্তাদের। সূত্রের খবর পয়লা জুন থেকে কার্যকর হবে নতুন চুক্তি। কর্তাদের দাবি, এই সংযুক্তিকরণে শুধু ফুটবল নয়, লাভবান হবেন সমর্থকরাও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2020 8:34 PM IST