ফিরে যেতে বলা হল ৪৫ ফুটবলারকে, অর্থাভাবে বন্ধের মুখে মোহনবাগান অ্যাকাডেমি
Last Updated:
দূর্গাপুরে সবুজ-মেরুনের সেই অ্যাকাডেমিতেই এখন বিসর্জনের সুর। বন্ধ হয়ে পড়ে আছে সেল-মোহনবাগান অ্যাকাডেমি। বাড়ি চলে যেতে বলা হয়েছে আবাসিক ফুটবলারদের।
Paradip Ghosh
#দূর্গাপুর: প্রণয় হালদার, শৌভিক চক্রবর্তী, পিন্টু মাহাতো, তীর্থঙ্কর সরকার। নামের তালিকা করতে বসলে শেষ হওয়ার নয়। ভারতীয় দল থেকে আইএসএল কিংবা আই লিগ। মোহনবাগান অ্যাকাডেমি থেকে ভারতীয় ফুটবলের মূলস্রোতে প্রতিষ্ঠিত ফুটবলারের সংখ্যা নেহাত কম নয়। টাটা ফুটবল অ্যাকাডেমির পর কলকাতা ময়দানকে এত সংখ্যকতারকা দেয়নি দেশের অন্য কোন ফুটবল অ্যাকাডেমি। দূর্গাপুরে সবুজ-মেরুনের সেই অ্যাকাডেমিতেই এখন বিসর্জনের সুর। বন্ধ হয়ে পড়ে আছে সেল-মোহনবাগান অ্যাকাডেমি। বাড়ি চলে যেতে বলা হয়েছে আবাসিক ফুটবলারদের।
advertisement
কারণ হিসেবে যদিও সরকারিভাবে বলা হচ্ছে, অ্যাকাডেমি সংস্কারের কথা। কিন্তু সূত্রের খবর আর্থিক দেনার দায়ে ডুবে আছে মোহনবাগান অ্যাকাডেমি। ফি-বছর সেল থেকে যে অর্থ সাহায্য আসত লাল ফিতের ফাঁসে তাও অনিয়মিত। অঞ্জন মিত্র বেঁচে থাকতে ক্লাব থেকে যা একটু-আধটু অর্থ সাহায্য আসত, মিত্তিরসাহেব ক্লাব ছাড়ার পর তাও এখন ডুমুরের ফুল। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে প্রণয় হালদার, পিন্টু মাহাতো, শৌভিক চক্রবর্তীদের ফুটবল পাঠশালা। সূত্রের খবর, অ্যাকাডেমির দেনার অঙ্ক প্রায় ৪০ লক্ষ টাকা। কবে খুলবে মোহনবাগান অ্যাকাডেমি? অসহায় শোনাচ্ছিল অ্যাকাডেমির সচিব তপন রায়কে। নির্দিষ্ট করে কোন সময়সীমা বলতে পারছেন না। তবে ব্যক্তিগত উদ্যোগে স্পনসর জোগাড় করে দেনা শোধের চেষ্টায় অ্যাকাডেমি সচিব। অ্যাকাডেমি কবে খুলবে, সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও হাল ছাড়ছেন না তপন রায়। বরং স্পনসর জটিলতা কাটিয়ে ফের একদিন মোহনবাগান অ্যাকাডেমি খুলবে বলেই বিশ্বাস তাঁর। বিড়বিড় করেছিলেন, ‘অঞ্জন মিত্র বেঁচে থাকতে অর্থের সমস্যা হয়নি। বিভিন্ন টুর্নামেন্টের প্রাইজ-মানি অ্যাকাডেমির নামে নিতেন প্রয়াত ক্লাব সচিব। আর তাতেই আর্থিক সমস্যা কাটিয়ে উঠত অ্যাকাডেমি।’
advertisement
advertisement
সেই রাম নেই, সেই অযোধ্যাও নেই। জীবনের শেষবেলায় ক্লাব প্রশাসন থেকে দূরে সরে যেতে হয়েছিল অঞ্জন মিত্রকে। অর্থাভাবে কৌলিন্য হারিয়েছে দূর্গাপুর অ্যাকাডেমিও। বাগানে পালাবদলের পর থেকেই স্পনসর ইস্যুতে কুমিরছানা দেখাচ্ছেন দেবাশিস দত্তরা। অ্যাকাডেমিকে অর্থসাহায্য? নতুন জমানায় সেও অমাবস্যার চাঁদ। ফলে ফের কবে দিনের আলো দেখবে দূর্গাপুেরর অ্যাকাডেমি, সেটাই অনিশ্চিত। প্রণয়, শৌভিক, পিন্টুদের প্রায় পয়তাল্লিশ জন উত্তরসূরীর ভবিষ্যত তাই অন্ধকার। বকেয়া স্টাইপেন্ড মিটিয়ে আবাসিক ক্ষুদে ফুটবলারদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অ্যাকাডেমি খুললে ফের খবর দেওয়া হবে বলেই জানানো হয়েছে তাদের। মণিপুরে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে কোচ খোগেন সিংকেও।
advertisement
বুধবার ক্লাবলনে প্রয়াত অঞ্জন মিত্রর স্মরণসভার আয়োজন করেছিলেন ক্লাবকর্তারা। সেই স্মরণসভা থেকে অ্যাকাডেমির জন্য কোন সুস্পষ্ট বার্তা দিলে সেটাই বোধহয় যথাযজ্ঞ সম্মান দেওয়া হত প্রয়াত প্রাক্তন ক্লাবসচিবকে। এই অ্যাকাডেমি যে বড় সাধের ছিল অঞ্জনদার। কিন্তু বর্তমান কর্তাদের সেই সময় কোথায়। বাগান ফুটবলার তৈরির আতুঁরঘর তাই অঞ্জন-স্মরণের দিনেও ডুবে রইল অমাবস্যার অন্ধকারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2019 9:26 PM IST