Man U vs Watford preview: মিশন ওয়াটফোর্ড, আজ জিততে না পারলেই চাকরি যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচের

Last Updated:

Manchester United coach Ole Gunnar Solskjaer might be sacked. আজ শনিবার ওয়াটফোর্ডকে হারতে না পারলে ইউনাইটেড ম্যানেজার হিসেবে এটাই হয়তো শেষ ম্যাচ হতে চলেছে ম্যানেজার ওলের।

কোচের চাকরি বাঁচাতে পারবেন রোনাল্ডো?
কোচের চাকরি বাঁচাতে পারবেন রোনাল্ডো?
ডেইলি মেইল পত্রিকার সূত্রে জানা যায় বৈঠকের সম্ভাব্য বক্তব্য ছিল কিভাবে বাকি মরশুমে ম্যান ইউকে একটু ভদ্রস্থ জায়গায় আনা সম্ভব। রোনাল্ডো আসার পর থেকে ম্যাচের শেষ মুহূর্তে গোল পেয়ে বারবার হারের মুখ থেকে বেঁচে যাচ্ছে ম্যান ইউ। কিন্তু গোটা ম্যাচেই রেড ডেভিলদের খেলার মধ্যে অসংখ্য সমস্যা চোখে পড়ছে। দলের এরকম পরিণতিতে রোনাল্ডো সহ অনেকেই উদ্বিগ্ন।
advertisement
advertisement
রোনাল্ডোর পর্তুগিজ সতীর্থ ব্রুনো ফার্নান্দেজও প্রশ্ন তুলেছিলেন ওলের খেলার ধরনের ওপর। ক্লাব ইতিমধ্যেই নরওয়েজিয়ানের পরিবর্ত খোঁজা শুরু করে দিয়েছে। ব্রেন্ডন রজার্সকেই লক্ষ্য রেখেছিল ম্যান ইউ। কিন্তু এই আইরিশ কোচ সদ্য লেস্টার সিটির হয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে নিয়েছেন। সুতরাং বাকি মরসুম সম্ভবত ওলের হাতেই। জিনেদিন জিদানের নাম শোনা যাচ্ছে। ক্লাব সবসময় গণ মাধ্যমে ওলেকে সমর্থন করে এসেছে। তারা চেয়েছিল এই মরসুম তিনিই দলের দায়িত্ব থাকুক।
advertisement
কিন্তু লিভারপুল এবং সিটির কাছে হারের পর ক্লাবের সিদ্ধান্ত বদলায়। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে আজ শনিবার ওয়াটফোর্ডকে হারতে না পারলে ইউনাইটেড ম্যানেজার হিসেবে এটাই হয়তো শেষ ম্যাচ হতে চলেছে ওলের। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে ম্যান ইউ। লিগ টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে তারা।
যদিও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে দল। গোদের ওপর বিষফোঁড়া। চোটের কারণে আজ খেলতে পারবেন না রাফায়েল ভারানে এবং এডিসন কাভানি। নেই পল পগবা। ভরসা সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাকে সাহায্য করার জন্য গ্রিনউড, ব্রুনো ফার্নান্দেজ। পরে নামানো হতে পারে রাশফোর্ডকে।
advertisement
অ্যাওয় ম্যাচ। তাই ওয়াটফর্ড সহজে ছেড়ে দেবে না। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কুড়ি বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। চাকরি হারানোর মুখে কোচ। এমন পরিস্থিতিতে রোনাল্ডো আবার রক্ষাকর্তা হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।
ম্যাচ শুরু - আজ রাত ৮.৩০
বাংলা খবর/ খবর/খেলা/
Man U vs Watford preview: মিশন ওয়াটফোর্ড, আজ জিততে না পারলেই চাকরি যাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচের
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement