মারাদোনার ট্যাটু গায়ে আঁকা ইনসিগনেই এখন ইতালির সেরা বাজি

Last Updated:

নাপোলির এই ফুটবলার দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত। আর্জেন্টাইন কিংবদন্তি মারা যাওয়ার পর বিশেষ একটি ট্যাটু করেছিলেন তিনি। নিজের বাঁদিকের থাইয়ে রয়েছে ওই ট্যাটু

নাপোলির এই ফুটবলার দিয়েগো মারাদোনার অন্ধ ভক্ত। আর্জেন্টাইন কিংবদন্তি মারা যাওয়ার পর বিশেষ একটি ট্যাটু করেছিলেন তিনি। নিজের বাঁদিকের থাইয়ে রয়েছে ওই ট্যাটু। মারাদোনার মুখ দেখে সব সময় অনুপ্রাণিত হন। ফুটবল ঈশ্বর বলে মনে করেন তাঁকে। এবার ইউরো কাপে তাঁর ভাল পারফর্ম করার পেছনে এই ট্যাটুর ভূমিকা দেখছেন অনেকে। ইনসিগনে অবশ্য মুখে নয়, মাঠেই পারফর্ম করে যেতে চান।
advertisement
টানা ৩২ ম্যাচে অপরাজিত ইতালি। দু’বছরেরর বেশি সময় ধরে হারের স্বাদ পায়নি রবার্তো মানচিনির দল। ইউরোতেও স্বপ্নের ছন্দে রয়েছেন ইনসিগনেরা। শুক্রবার রাতে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামকে বশ মানিয়ে সেমি-ফাইনালে পৌঁছেছে আজ্জুরিরা। আর মাত্র দু’টি হার্ডলস টপকালেই অর্ধশতাব্দী পর ইউরোর ট্রফি ঘরে তুলবে ইতালি। শেষবার তারা ইউরোপ সেরা হয়েছিল ১৯৬৮ সালে।
advertisement
advertisement
তবে কোচ রবার্তো মানচিনি এখনই এসব নিয়ে ভাবতে চাইছেন না। তাঁর কথায়, ‘একটা কঠিন প্রতিপক্ষকে হারিয়ে সেমি-ফাইনালে উঠলাম। আপাতত এই মুহূর্তটা উপভোগ করতে চাই। পরেরটা পরে ভাবব।’ দলের নির্ভরযোগ্য ফুটবলার লেফট ব্যাক লিওনার্দো স্পিনাজলা চোট পেয়ে ছিটকে গিয়েছেন। সুস্থ হতে কমপক্ষে মাসখানেক। মানচিনি মনে করেন দুর্দান্ত ফর্মে থাকা লিওনার্দোর অভাব টের পাবে দল।
advertisement
তবে কাউকে না কাউকে ওই পজিশনে ফিট করে নেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে মারাদোনায় অনুপ্রাণিত ইনসিগনে সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ২০১২ সালের বদলা নিতে চান। সেবার ফাইনালে স্পেনের কাছে ৪ গোলে হেরেছিল ইতালি।২০১৬ ইউরোতে অবশ্য স্পেনকে হারিয়ে জবাব দিয়েছিল ইতালি। কিন্তু তিনি ছিলেন না ওই দলে। ওই সময় তিনি জুনিয়র ফুটবল খেলতেন। কিন্তু সেই ব্যথা পুষে রেখেছেন মনে। আবার সামনে স্প্যানিশ আর্মাডা। মারাদোনার ভক্ত চ্যালেঞ্জ নিতে তৈরি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মারাদোনার ট্যাটু গায়ে আঁকা ইনসিগনেই এখন ইতালির সেরা বাজি
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement