Peleকে টেক্কা দিলেন Messi, World Cup Qualifier 2022-এ বলিভিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক, দেখুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
৫০ বছরের Pele-র রেকর্ড ভেঙে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (Lionel Messi)৷
#বুয়েনস আয়ার্স: লিওনেল মেসি-র (Lionel Messi) দুরন্ত হ্যাটট্রিক৷ আর এরই সঙ্গে জোড়া সুখবর, টপকে গেলেন (Lionel Messi overtakes Pele) পেলেকে (Pele)৷ দক্ষিণ আমেরিকান ফুটবলে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক হলেন এলএমটেন৷ বৃহস্পতিবার বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বে (2022 World Cup qualifier) ৩-০ গোলে জিতল আর্জেন্টিনা৷ তিনটি গোলই মেসির৷ পেলে-র ৫০ বছর আগের রেকর্ড এদিন ভাঙলেন তিনি৷ মেসি এদিন ৭৭, ৭৮ ও ৭৯ তম আন্তর্জাতিক গোল করে ফেললেন৷ টেবলের একদম নিচের দিকে থাকা বলিভিয়াকে হারাল আর্জেন্টিনা৷ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ধামাকা পারফরম্যান্স তাঁর৷ ৩৪ বছরের প্যারিস সেন্ট জার্মেইনের (Paris Saint-Germain) ফরোয়ার্ড এদিন আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ তম ম্যাচ খেললেন৷ পেলের সঙ্গে এক লাইনে আসেন ম্যাচের ১৪ মিনিটে যখন তিনি ৭৭ তম গোল করেন৷ ডিফেন্স ও বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন স্বর্গীয় শটে৷
আর্জেন্টিনা অধিনায়ক ব্রাজিলের সর্বকালীন সেরা পেলেকে টপকে যান ম্যাচের ৬৪ মিনিটে ৷ নিজের দ্বিতীয় গোলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি৷ ক্লোজ রেঞ্জের মেসির শটের কোনও উত্তর ছিল না লাউতারো মার্তিনেজের (Lautaro Martinez) কাছে৷
দেখুন ভিডিও
advertisement
advertisement
মেসি এদিন আন্তর্জাতিক কেরিয়ারের সপ্তম হ্যাটট্রিক করে নেন৷ খেলা শেষের ২ মিনিট আগে আরও একটি গোল করেন৷ একটি রিবাউন্ড শটে গোল করেন আর্জেন্তাইন সুপারস্টার৷
advertisement
এদিকে আন্তর্জাতিক আঙিনায় জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর চির প্রতিদ্বন্দ্বী ১৮০ আন্তর্জাতিকে ১১১ গোলের মালিক৷
এদিকে দিন কয়েক আগেই আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ স্থগিত হয়ে যায়৷ রবিবার মাত্র সাত মিনিট খেলার পর কোভিড ১৯ (COVID-19) বিতর্কের জেরে বাতিল হয়ে যায়৷
advertisement
এদিকে এদিন ম্যাচে হ্যাট্রটিক ও পেলের রেকর্ড ভেঙে আরও একধাপ এগোলেন লিও মেসি৷ পেলে -মারাদোনা-র সঙ্গে সর্বকালীন সেরাদের আরও কাছাকাছি হয়ে গেলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2021 12:12 PM IST