Peleকে টেক্কা দিলেন Messi, World Cup Qualifier 2022-এ বলিভিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক, দেখুন

Last Updated:

৫০ বছরের Pele-র রেকর্ড ভেঙে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (Lionel Messi)৷

#বুয়েনস আয়ার্স: লিওনেল মেসি-র (Lionel Messi) দুরন্ত হ্যাটট্রিক৷  আর এরই সঙ্গে জোড়া সুখবর, টপকে গেলেন (Lionel Messi overtakes Pele) পেলেকে (Pele)৷ দক্ষিণ আমেরিকান ফুটবলে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক হলেন এলএমটেন৷ বৃহস্পতিবার বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বে  (2022 World Cup qualifier) ৩-০ গোলে জিতল আর্জেন্টিনা৷ তিনটি গোলই মেসির৷ পেলে-র ৫০ বছর আগের রেকর্ড এদিন ভাঙলেন তিনি৷ মেসি এদিন ৭৭, ৭৮ ও ৭৯ তম আন্তর্জাতিক গোল করে ফেললেন৷  টেবলের একদম নিচের দিকে থাকা বলিভিয়াকে হারাল আর্জেন্টিনা৷ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ধামাকা পারফরম্যান্স তাঁর৷ ৩৪ বছরের প্যারিস সেন্ট জার্মেইনের (Paris Saint-Germain) ফরোয়ার্ড এদিন আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ তম ম্যাচ খেললেন৷ পেলের সঙ্গে এক লাইনে আসেন ম্যাচের ১৪ মিনিটে যখন তিনি ৭৭ তম গোল করেন৷ ডিফেন্স ও বলিভিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন স্বর্গীয় শটে৷
আর্জেন্টিনা অধিনায়ক ব্রাজিলের সর্বকালীন সেরা পেলেকে টপকে যান ম্যাচের ৬৪ মিনিটে ৷ নিজের দ্বিতীয় গোলে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি৷ ক্লোজ রেঞ্জের মেসির শটের কোনও উত্তর ছিল না লাউতারো মার্তিনেজের (Lautaro Martinez) কাছে৷
দেখুন ভিডিও
advertisement
advertisement
মেসি এদিন আন্তর্জাতিক কেরিয়ারের সপ্তম হ্যাটট্রিক করে নেন৷ খেলা শেষের ২ মিনিট আগে আরও একটি গোল করেন৷ একটি রিবাউন্ড শটে গোল করেন আর্জেন্তাইন সুপারস্টার৷
advertisement
এদিকে আন্তর্জাতিক আঙিনায় জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) তাঁর চির প্রতিদ্বন্দ্বী ১৮০ আন্তর্জাতিকে ১১১ গোলের মালিক৷
এদিকে দিন কয়েক আগেই আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ স্থগিত হয়ে যায়৷ রবিবার মাত্র সাত মিনিট খেলার পর কোভিড ১৯ (COVID-19) বিতর্কের জেরে বাতিল হয়ে যায়৷
advertisement
এদিকে এদিন ম্যাচে হ্যাট্রটিক ও পেলের রেকর্ড ভেঙে আরও একধাপ এগোলেন লিও মেসি৷ পেলে -মারাদোনা-র সঙ্গে সর্বকালীন সেরাদের আরও কাছাকাছি হয়ে গেলেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Peleকে টেক্কা দিলেন Messi, World Cup Qualifier 2022-এ বলিভিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement