6 Sixer in 6 balls, ভারতীয় Cricketer ২০ বলে ১১২ রান করে মাচালেন তহেলকা, দেখুন video

Last Updated:

ভারতীয় ক্রিকেটার (Indian origin cricketer) যেন পুরো ঝড়, একাই করলেন লণ্ডভণ্ড, দেখুন ভাইরাল ভিডিও (viral video)৷

Indian origin cricketer jaskaran malhotra became 2nd player to hit 6 sixes of 6 balls in odi- Photo Courtsey- Twitter Video grab
Indian origin cricketer jaskaran malhotra became 2nd player to hit 6 sixes of 6 balls in odi- Photo Courtsey- Twitter Video grab
#নিউইয়র্ক: ভারতীয় বংশোদ্ভুত জসকরণ মালহোত্রা (Jaskaran Malhotra) একেবারে ধামাল মাচালেন৷ একদিনের ম্যাচে ৬ বলে ৬ ছক্কা মেরে নয়া রেকর্ড করলেন তিনি৷ ওয়ান ডে-তে হার্শেল গিবস (Herschelle Gibbs) -র পরে তিনি দ্বিতীয় ক্রিকেটারে যিনি ছয় হসে ছটি ছক্কা মারেন৷ আমেরিকার জার্সিতে ক্রিকেট খেলেন তিনি৷ পাপুয়া - নিউ গিনির বিরুদ্ধে ৫০ তম ওভারে তিনি এই কাণ্ড ঘটান৷ তিনি ১৭৩ রানের ইনিংসে ১৬ টি ছক্কা ও ৪ টি চার মারেন৷ অর্থাৎ মাত্র ২০ বলে ১১২ রান করে ফেলেন৷
মূলত পঞ্জাবের বাসিন্দা জসকরণ মালহোত্রা এটা সপ্তম ইন্টারন্যাশানাল ওয়ান ডে ছিল৷ ৩১ বছরের এই ক্রিকেটারের এর আগের সেরা স্কোর ছিল ১৮ রান ছিল৷ তিনি জোরে বোলার গাউডি টোকা-র ওভারে এই কাণ্ড করে ফেলেন৷ তিনি এদিনের ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নামেন৷ তিনি ১২৪ বল
দেখুন ভিডিও
advertisement
advertisement
জসকরণ মালহোত্রার আগে এই রেকর্ড প্রথমবার করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবস৷ তিনি ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এই কাণ্ড করেছিলেন৷  তিনি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভাকে ৬ বলে ৬ টি ছক্কা মারেন৷
advertisement
এই মার্চ মাসে ওয়েস্টইন্ডিজের কায়রণ পোলার্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ৬ টি ছক্কা মেরেছিলেন৷ এই মোকাবিলার আগে জসকরণ সিং ওয়ানডে-র ৬ টি ম্যাচ ও টি টোয়েন্টির ৬ টি ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু দুটি ফর্ম্যাটের কোনওটিতেই তাঁর অর্ধশতরান ছিল না৷ ওয়ানডে তে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৮ আর টি টোয়েন্টিতে ৩৮ রান ছিল৷ লিস্ট এ ক্রিকেটে তিনি মোট ২৬ টি ম্যাচ খেলেছেন৷ ২০ গড়ে তাঁর মোট রান ৪৭৩৷ তাঁর ৩ টি অর্ধশতরান রয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
6 Sixer in 6 balls, ভারতীয় Cricketer ২০ বলে ১১২ রান করে মাচালেন তহেলকা, দেখুন video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement