6 Sixer in 6 balls, ভারতীয় Cricketer ২০ বলে ১১২ রান করে মাচালেন তহেলকা, দেখুন video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় ক্রিকেটার (Indian origin cricketer) যেন পুরো ঝড়, একাই করলেন লণ্ডভণ্ড, দেখুন ভাইরাল ভিডিও (viral video)৷
#নিউইয়র্ক: ভারতীয় বংশোদ্ভুত জসকরণ মালহোত্রা (Jaskaran Malhotra) একেবারে ধামাল মাচালেন৷ একদিনের ম্যাচে ৬ বলে ৬ ছক্কা মেরে নয়া রেকর্ড করলেন তিনি৷ ওয়ান ডে-তে হার্শেল গিবস (Herschelle Gibbs) -র পরে তিনি দ্বিতীয় ক্রিকেটারে যিনি ছয় হসে ছটি ছক্কা মারেন৷ আমেরিকার জার্সিতে ক্রিকেট খেলেন তিনি৷ পাপুয়া - নিউ গিনির বিরুদ্ধে ৫০ তম ওভারে তিনি এই কাণ্ড ঘটান৷ তিনি ১৭৩ রানের ইনিংসে ১৬ টি ছক্কা ও ৪ টি চার মারেন৷ অর্থাৎ মাত্র ২০ বলে ১১২ রান করে ফেলেন৷
মূলত পঞ্জাবের বাসিন্দা জসকরণ মালহোত্রা এটা সপ্তম ইন্টারন্যাশানাল ওয়ান ডে ছিল৷ ৩১ বছরের এই ক্রিকেটারের এর আগের সেরা স্কোর ছিল ১৮ রান ছিল৷ তিনি জোরে বোলার গাউডি টোকা-র ওভারে এই কাণ্ড করে ফেলেন৷ তিনি এদিনের ম্যাচে ৫ নম্বরে ব্যাট করতে নামেন৷ তিনি ১২৪ বল
দেখুন ভিডিও
advertisement
6️⃣6️⃣6️⃣6️⃣6️⃣6️⃣
Jaskaran Malhotra joins an elite club among the likes of #YuvrajSingh and #Gibbs following this mammoth display with the bat! 🔥 Watch full highlights from #BilateralSeries on #FanCode 👉 https://t.co/NhBMDC1MiN@usacricket @Cricket_PNG pic.twitter.com/7tQLgYdFbD — FanCode (@FanCode) September 9, 2021
advertisement
জসকরণ মালহোত্রার আগে এই রেকর্ড প্রথমবার করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবস৷ তিনি ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এই কাণ্ড করেছিলেন৷ তিনি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভাকে ৬ বলে ৬ টি ছক্কা মারেন৷
advertisement
এই মার্চ মাসে ওয়েস্টইন্ডিজের কায়রণ পোলার্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ওভারে ৬ টি ছক্কা মেরেছিলেন৷ এই মোকাবিলার আগে জসকরণ সিং ওয়ানডে-র ৬ টি ম্যাচ ও টি টোয়েন্টির ৬ টি ম্যাচ খেলেছিলেন৷ কিন্তু দুটি ফর্ম্যাটের কোনওটিতেই তাঁর অর্ধশতরান ছিল না৷ ওয়ানডে তে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১৮ আর টি টোয়েন্টিতে ৩৮ রান ছিল৷ লিস্ট এ ক্রিকেটে তিনি মোট ২৬ টি ম্যাচ খেলেছেন৷ ২০ গড়ে তাঁর মোট রান ৪৭৩৷ তাঁর ৩ টি অর্ধশতরান রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2021 10:47 AM IST