T20 World Cup 2021: বিশ্বকাপের দল ঘোষণার পরেই captaincy ছাড়লেন Rashid Khan!

Last Updated:

T20 World Cup 2021: রশিদ খান ট্যুইট করে জানিয়ে দিলেন আসল কথা৷

T20 World Cup: rashid khan stepped down as the captain of afghanistan just after afghanistan announced t20 world cup squad- File
T20 World Cup: rashid khan stepped down as the captain of afghanistan just after afghanistan announced t20 world cup squad- File
#কাবুল: টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১  (T20 World Cup 2021)  জন্য আফগানিস্তান নিজেদের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে৷ কিন্তু দল ঘোষণার পরেই অধিনায়ক রশিদ খান  (Rashid Khan)  নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন৷  রশিদ খানের এভাবে অধিনায়কত্ব ছাড়ার ঘটনায় তাঁর সমস্ত ফ্যানরা চমকে গেছেন৷ আসলে রশিদ খান অভিযোগ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড যে দলটি বেছেছেন তার বৈঠকে তিনি অন্তর্ভুক্ত ছিলেন না৷ অর্থাৎ দল বাছাইয়ের সময় রশিদ খানের রায় নেওয়া হয়নি, যেখানে তিনি দলের অধিনায়ক ছিলেন৷ তাই রশিদ খান অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছেন৷
রশিদ খান সোশ্যাল মিডিয়ায় নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন৷ তিনি লিখেছেন, ‘‘অধিনায়ক ও দেশের দায়িত্বশীল নাগরিক হওয়ার দরুণ আমার টিম মিটিংয়ে শামিল হওয়ার অধিকার আছে৷ নির্বাচন কমিটি এবং এসিবি দল ঘোষণার আগে আমার রায় নেয়নি৷ এই জন্য সঙ্গে সঙ্গেই আমি আফগানিস্তানের অধিনায়কত্ব ছাড়ছি৷ আফগানিস্তানের জন্য খেলায় আমি সব সময় গর্ব অনুভব করি৷ ’’
advertisement
advertisement
আফগানিস্তানের মজবুত টি টোয়েন্টি দল
আফগানিস্তানের ক্রিকেট বোর্ড রশিদ খানের পরামর্শ না নিলেও দেশের সেরা ক্রিকেটাদের বেছেই এই টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দল তৈরি করা হয়েছে৷ দলে ৬ জন বোলার, ৪ জন অলরাউন্ডার আছেন৷ আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২ জন রিজার্ভ ক্রিকেটার রেখেছে৷ আফগানিস্তান দলে রশিদ খান, হজরতুল্লাহ জজাই, মহম্মদ নবি উল হকের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার রাখা হয়েছে৷ যাঁরা সারা পৃথিবীর টি টোয়েন্টি ক্রিকেট লিগে খেলেন৷
advertisement
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল- রশিদ খান, রহমনুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জজাই, উসমান ঘানি, অসগর অফগান, মহম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, হশমতুল্লাহ শাহিদি, মহম্মদ শহজাদ, মুজিব উর রহমান, করিম জন্নত, গুলবদিন নইব, নবীন উল হক, হামিদ হসন, শরাফুদ্দিন অশরফ, দৌলত জাদরান, শপুর জাদরান ও কায়স অহমেদ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2021: বিশ্বকাপের দল ঘোষণার পরেই captaincy ছাড়লেন Rashid Khan!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement