ময়দানের প্রাণপুরুষ বিশ্বনাথ দত্তের প্রয়াণ, শোকের ছায়া ময়দানে
Last Updated:
বিসিসিআই থেকে সিএবি, আইএফএ থেকে এআইএফএফ সব প্রশাসনেই স্বচ্ছন্দ্য দাপট দেখিয়েছিলেন বিশ্বনাথ দত্ত
#কলকাতা:ময়দানের প্রাণপুরুষ বিশ্বনাথ দত্ত সোমবার ভোরে প্রয়াত হয়েছেন ৷৮ সেপ্টেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন। ১৪ সেপ্টেম্বর বাড়ি ফিরলেও ১৮ তারিখ ফের অসুস্থ হয়ে পড়েন। বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু এবারের লড়াই আর জিততে পারলেন না তিনি ৷ ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷
শুধু কলকাতা ময়দানেই দক্ষতার সঙ্গে প্রশাসন সামলেছেন তা নয় ৷ বিশ্বনাথ দত্ত বিসিসিআই প্রেসিডন্ট হিসেবেও নজিরবিহীণ সাফল্য দেখিয়েছেন ৷
এমনকি বিসিসিআইয়ে যাঁকে অন্যতম সেরা প্রশাসনিক কর্তা ধরা হয় সেই জগমোহন ডালমিয়ারও দীক্ষাগুরু ছিলেন প্রয়াত বিশ্বনাথ দত্ত ৷ শুধু ক্রিকেট প্রশাসনেই নয় ফুটবল প্রশসানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি ৷
advertisement
১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত CAB প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনাথবাবু। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত BCCI-র প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬৩ থেকে ১৯৭৫ পর্যন্ত সামলেছেন IFA-র সেক্রেটারি পদ। দীর্ঘ ৫০ বছর ক্রীড়া প্রশাসন সামলেছেন। এরপর স্বেচ্ছাবসর নেন। বিশ্বনাথ বাবুর সফল উত্তরসূরী তাঁর পুত্র সুব্রত দত্ত ৷ তিনি এই মুহূর্তে এআইএফএফে-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ৷
advertisement
আরও পড়ুন - এই পাঁচ লক্ষণ আছে? কোটিপতি হওয়া ঠেকায় কে
বিশ্বনাথ দত্তের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া ৷ শোকস্তব্ধ সুব্রত দত্ত-ও ৷ তিনি জানিয়েছেন , তাঁর চলার পথের দিক প্রদর্শক তাঁর বাবা ৷ তাঁরই নির্দেশিত পথে তিনি এগিয়ে চলেছেন ৷ তাঁর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি ৷ তবে এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যেভাবে তিনি পথ দেখিয়ে গেছেন সেই দিশা মেনেই সামনের দিনেও এগিয়ে চলবেন তিনি ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2018 5:30 PM IST