Euro 2020: ইউরো প্রথম সেমিফাইনালে Italy vs Spain ধুন্ধুমার, কীভাবে দেখবেন ভারতীয় ফ্যানরা

Last Updated:

ইউরো ২০২০ (Euro 2020) তে আজ রাতে মেগা ম্যাচ , প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইতালি বনাম স্পেন (Italy vs Spain) ৷ ফোন কিম্বা টিভি কখন, কোথায়, কীভাবে দেখবেন ফ্যানরা, জানুন এক ক্লিকে৷

#লন্ডন: এবারের ইউরোতে ইতালি খুবই ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছে৷ অন্যদিকে টুর্নামেন্টে টুকরোতে ভালো খেলেছে স্পেন৷ কোনও কোনও ম্যাচে বরং বলা ভালো ম্যাচগুলির কিছু কিছু পর্বে তাদের তুখোড় পারফরম্যান্স দেখা গেছে৷ তাই ইতালি বনাম স্পেন (Italy vs Spain) ম্যাচের আগে গোটা ফুটবল দুনিয়া মেগা টক্করের সাক্ষী হওয়ার আশায় প্রহর গুনছে৷ ইউরোপীয় ফুটবলে ধারাবাহিক সাফল্যের নিরিখে ফের একবার মুখোমুখি আজুরি ও স্প্যানিশ আর্মাডা৷ ওয়েম্বলিতে (Wembley) ভারতীয় সময় অনুযায়ি রাত সাড়ে বারোটায় একেবারে জবরদস্ত ঝড় ওঠার অপেক্ষা৷
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি এই ম্যাচের আগে রবের্তো মানসিনির কোচিংয়ে এক অবিশ্বাস্য পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তারা একটানা ৩২ ম্যাচে অপরাজিত রয়েছে৷ এই রেকর্ড দেখলে বুধবার রাতের মেগা ম্যাচে ইতালি ফেভারিট৷
advertisement
আজুরিরা যেরকম এইভাবে ফেভারিট ,তেমনিই পিছিয়ে নেই লা রোজাও (La Roja )৷ এই ইউরো তারা রেকর্ড তিনবার জিতেছে৷  তবে এবারের ইউরোতে লুইস এনরিকের ছেলেদের একটু স্লো স্টার্ট হয়েছে৷ তবে ধীরে ধীরে তারা পিক আপ করছে আর সেমিফাইনালে সেই মোমেন্টাম ধরে রাখাই তাঁদের বড় লক্ষ্য৷
advertisement
ইতালি বনাম স্পেন ম্যাচ ভারতীয় সময় অনুযায়ি ৭ জুলাই রাত সাড়ে বারোটায় ওয়েম্বলি স্টেডিয়ামে৷
ভারতে ইউরো সম্প্রচার করছে সনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক Sony Pictures Sports Network (SPSN) আর এই টুর্নামেন্টের লাইভস্ট্রিম হবে সনি লিভ অ্যাপে (SonyLIV app)৷ হিন্দি ও ইংরাজি ধারাভাষ্যে সম্প্রচার হবে সনি টেন ২ (Sony Ten 2 SD & HD) , সনি টেন ৩ -(Sony Ten 3 SD & HD) হিন্দি তে৷
advertisement
আর অনলাইন সম্প্রচার দেখা যাবে সনি লিভ অ্যাপ (SonyLIV) ও জিও টিভিতে (Jio TV) ৷ আর আপনার যদি সনি টেন ৪ থাকে তাহলে সেখান বাংলা ধারাভাষ্যে সম্প্রচার দেখতে পাবেন৷
ফলে দুই দলের ফ্যানদের চোখ আজ রাত জাগবে৷ আর যদি ইতালি কিম্বা স্পেন এই দুই দলের মধ্যে কারোর অন্ধ সমর্থক নাও হন তাহলে বিশ্ব ফুটবলের দুই হেভিওয়েটের মাঠের স্কিল ও মাঠের বাইরের ট্যাকটিসের টক্করে নজর থাকবে আপামর ফুটবল ফ্যানদের৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: ইউরো প্রথম সেমিফাইনালে Italy vs Spain ধুন্ধুমার, কীভাবে দেখবেন ভারতীয় ফ্যানরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement