Euro 2020 : ক্যান্সেলোর করোনা, চাপে পড়ে গেল রোনাল্ডোর পর্তুগাল

Last Updated:

কোরোনায় আক্রান্ত হয়ে পর্তুগাল শিবির ছাড়লেন ক্যান্সেলো। শনিবার করোনা পরীক্ষার পর এই সম্পর্কে জানা যায়। তৎকালীন পারফরম্যান্সের ভিত্তিতে পর্তুগাল প্রথম এগারোতে ক্যান্সেলোর অনেক ভূমিকা ছিল

শনিবার করোনা পরীক্ষার পর এই সম্পর্কে জানা যায়। তৎকালীন পারফরম্যান্সের ভিত্তিতে পর্তুগাল প্রথম এগারোতে ক্যান্সেলোর অনেক ভূমিকা ছিল। কিন্তু করোনা ভাইরাস আক্রমনের জন্য তাঁকে ছাড়াই নিজেদের ইউরো অভিযান শুরু করতে হবে পর্তুগালকে। ১৫ ই জুন হাঙ্গেরির বিরুদ্ধে নিজেদের ইউরো অভিযান শুরু করতে চলেছেন এবারের অন্যতম ফেভারিট দল পর্তুগাল। কিন্তু ক্যান্সেলোর অনুপস্থিতি তাঁদের অনেকটাই ভোগাবে।
advertisement
তার বদলি হিসেবে প্রাক্তন ম্যানচেষ্টার ইউনাইটেড ফুটবলার দিয়োগো ডালোটকে টিমে নেওয়া হয়েছে।যিনি বর্তমানে এসি মিলানের হয়ে খেলেন।অনূর্ধ্ব ২১ ইউরোপীয়ান কাপে পর্তুগালের হয়ে খেলেছেন তিনি। সেই টুর্নামেন্ট এবং এসি মিলানের হয়ে তার অনবদ্য পারফরম্যান্সের জন্য তাকে টিমে ডাকা হয়েছে। পর্তুগাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্যান্সেলো এখন সুস্থ আছেন কিন্তু তাকে আইসোলেশানে রাখা হয়েছে।পুরো টিমও কিছু ১-২ দিনের জন্য আইসোলেশানে থাকবে।
advertisement
advertisement
গতবারের চ্যাম্পিয়ন দল পর্তুগাল। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটাই শেষ ইউরো কাপ। তাই যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যেতে চাইবেন তিনি। তবে পর্তুগাল শিবির আশাবাদী ক্যান্সেলোর অভাব বুঝতে দেবেন না ডালোট। তরুণ ফুটবলারটি ইতালিতে সাফল্যের সঙ্গে খেলছেন। তাছাড়া ওই জায়গায় খেলার জন্য নেলসন সেমেদো রয়েছেন। তাই মানিয়ে নিতে অসুবিধা হওয়ার কথা নয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020 : ক্যান্সেলোর করোনা, চাপে পড়ে গেল রোনাল্ডোর পর্তুগাল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement