কলকাতায় জায়েন্ট স্ক্রিনিং, গোয়ায় কোলভা থেকে এটিকে-র বাইক মিছিল

Last Updated:

উইকএন্ডে সুপার ফাইনাল

কলকাতা: তাল ঠোকার শুরু দুপক্ষেই। উইকএন্ডের মেগা ফাইনাল ঘিরে শুরু হয়ে গিয়েছে মাইন্ডগেমও। ছয়ের আইএসএলের ফাইনালে মুখোমুখি এটিকে ও চেন্নাইয়িন এফসি। সুপার লিগের ইতিহাসে সফলতম দুই ফ্র্যাঞ্চাইজি। দুই শিবিরেই রয়েছে দুটি করে খেতাব। শনিবার ফাতোরদার মেগা-ফাইনালে ধুরন্ধর দুই কোচের ফুটবল মস্তিষ্কের ডুয়েল। ডাগ-আউটে স্প্যানিশ-আইরিশ ধুন্ধুমার টক্কর।
১৪ মার্চ ফাইনাল গোয়ার ফাতোরদায়। শুক্রবারই গোয়ায় উড়ে যাওয়ার কথা প্রবীর দাস, প্রীতম কোটালদের। দলের আগেই অবশ্য গোয়া পৌঁছে যাচ্ছেন প্রায় শ'দুয়েক এটিকে সমর্থক। কলকাতা থেকে দূরে মান্ডবীর তীরে সুপার লিগ সেরার লড়াই। তাতেও থেমে থাকছেন না লাল-সাদা ব্রিগেড। ম্যাচের দিন কোলভা বিচ থেকে টিম হোটেল পর্যন্ত থাকছে চোখ ধাঁধানো বাইক র‍্যালি। সেমিফাইনাল ম্যাচের মতোই রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসদের এসকর্ট করে ফাতোরদা স্টেডিয়ামে নিয়ে যাবে এটিকে সমর্থকদের বাইক বাহিনী। অর্থাৎ মান্ডভীর তীরেও সমর্থনপুষ্ট হয়েই মাঠে নামবেন এডু গার্সিয়ারা। মাঠের বাইরে গ্যালারির শব্দব্রক্ষের দখল নেওয়ার লড়াইও চলবে দুই পক্ষেই।
advertisement
advertisement
এ তো গেল গোয়ার তোড়জোড়। কলকাতাতেও শহরের দুই প্রান্তে জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখানোর ব্যবস্থা করছে এটিকে ম্যানেজমেন্ট। দক্ষিণের ভবানীপুর ও উত্তরের মানিকতলার বৃন্দাবন পার্কে বসছে বিশাল স্ক্রিন। সেখানেই জড়ো হবেন শহরের লাল-সাদা ফ্র্যাঞ্চাইজি সমর্থকরা। গলা ফাটাবেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসদের জন্য।
advertisement
গ্রুপ পর্যায়ে দুবারের সাক্ষাতে একবার জিতেছে এটিকে। অন্যবার জিতেছে চেন্নাইয়িন। তবে ফিরতি সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে হারের আগে শেষ নয়টি ম্যাচে অপরাজিত ছিল অনিরুদ্ধ থাপা, জেরি লালরিনজুয়ালা, বিশাল কাইথরা। ফাতোরদার খেতাবি লড়াই তাই সহজ হবে না হাবাসের এটিকে-র জন্যও। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সময় এখন ফাতোরদায় বল গড়ানোর। লেটস ফুটবল।
PARADIP GHOSH
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলকাতায় জায়েন্ট স্ক্রিনিং, গোয়ায় কোলভা থেকে এটিকে-র বাইক মিছিল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement