লাল-হলুদ সমর্থকদের জন্য দারুণ খবর ! দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে কিংবদন্তী রবি ফাউলার

Last Updated:

ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি ব্রিটিশ তারকা রবি ফাউলার।

#কলকাতা: লাল-হলুদ সমর্থকদের জন্য একের পর এক সুখবরই শুধু বয়ে আসছে এখন ৷ স্পনসরের অভাবে কিছুদিন আগে পর্যন্তও আইএসএলে খেলাই অনিশ্চিত ছিল ইস্টবেঙ্গলের ৷ নতুন বিনিয়োগকারী সংস্থাকে পেয়ে আইএসএলে খেলা নিশ্চিত করার পাশাপাশি কিংবদন্তী লিভারপুল তারকা রবি ফাউলারকে এবার কোচ হিসেবে পেয়ে গেল ইস্টবেঙ্গল ৷
ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি ব্রিটিশ তারকা রবি ফাউলার। শুক্রবার সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তাঁর নাম। আইএসএলে ফাউলারের হাতেই থাকবে লাল-হলুদের রিমোট কন্ট্রোল। দু’বছরের চুক্তিতে তাঁকে কোচের পদে সই করিয়েছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা ৷
ফাউলারের কোচিং স্টাফ সবমিলিয়ে সাত জনের ৷ দল গঠন, বিদেশি ফুটবলার বাছাই- সব কিছুতেই ফাউলারের ভূমিকাই হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর এ দিন জানিয়েছেন, “কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারকে দলের কোচ করা হয়েছে। দু’বছরের চুক্তি তাঁর সঙ্গে। আশা রাখি এই চুক্তির মেয়াদ আরও বাড়বে। ফাউলারকে সাহায্য করবেন আরও সাত জন বিদেশি কোচ। তাঁদের প্রত্যেকের উচ্চ পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে।”
advertisement
advertisement
ভারতীয় সহকারী কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় দলের প্রাক্তন প্লেয়ার রেনেডি সিংয়ের নাম। ফাউলারের সহকারী কোচ হিসেবে থাকছেন অ্যান্থনি গ্র্যান্ট, গোলকিপার কোচ হচ্ছেন রবার্ট মিমস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লাল-হলুদ সমর্থকদের জন্য দারুণ খবর ! দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে কিংবদন্তী রবি ফাউলার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement