মুম্বইয়ের বিজয়রথ থামাতে বদ্ধপরিকর এটিকে

Last Updated:
#মুম্বই: দশ দিনের ছুটির আগে তারা পরপর তিনটি ম্যাচে জয় পেয়েছিল। আইএসএলের ইতিহাসে রেকর্ডের সামনে দাঁড়িয়ে মুম্বই।  এটিকের বিরুদ্ধে শনিবারের ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই জয়ের সংখ্যাটা চারে গিয়ে দাঁড়াবে।
পাশাপাশি জর্জ কোস্তার দল শেষ তিন ম্যাচে একটিও গোল হজম করেনি।  অবশ্যই প্রতিপক্ষ  মুম্বইয়ের জালে আপাতত আটবার বল জড়াতে সক্ষম হয়েছে। তবে মনে রাখতে হবে যার মধ্যে পাঁচ গোল এসেছিল একটি ম্যাচেই। সেটা ছিল গোয়ার বিরুদ্ধে ৷ এই ম্যাচ বাদ দিলে অবশ্য কোস্তার দল কম গোল খাওয়ার দিকেই এগিয়ে থাকছে। অবশ্যই গোয়া ম্যাচে বিপর্যয়ের পর তারা ঘুরে দাঁড়িয়েছে। কোস্তার কথায় '‘ এমন ম্যাচ বারবার হয় না। একবারই হয়।’’
advertisement
এতো গেল অতীতের কথা। তবে এটিকের বিরুদ্ধে নামার আগে পরিসংখ্যান বলছে গোল করা এবং খাওয়ার ক্ষেত্রে মুম্বই ও এটিকে কিন্তু একবিন্দুতে দাঁড়িয়ে।  ঘরের মাঠে নামার আগে কি ভাবছেন কোস্তা ? তিনি বলেন, ‘‘এটিকে খুব ভাল দল। অনেক ভাল ফুটবলার রয়েছে। ভাল কোচ রয়েছেন। যার রয়েছে অনেক অভিজ্ঞতা। ওরা আশানুরুপ জায়গায় নেই, তার জন্য ওদের ছোট করে দেখার প্রশ্নই নেই। আমরা ম্যাচ জিততে সেরাটা দিতেই চেষ্টা করব।'’
advertisement
advertisement
Hero ISL 2018 M27 - Chennaiyin FC v Mumbai City FC
উল্টোদিকে শেষ ম্যাচে পুণের বিরুদ্ধে অনেক কষ্টে জয় পায় কলকাতার দল। তবে কালু উচের জায়গায় এটিকে এবার দলে নিয়েছে আলফ্যারোকে। কপেলের চিন্তা বাড়িয়েছে উরুগুয়ান স্ট্রাইকারের চোট। তবে বাকি দলেই ভরসা রাখতে হচ্ছে তাঁকে। রক্ষণে জন জনসন,  ভিয়েরা,  কমল, সন্তোষদের দিয়ে মুম্বই রক্ষণে হানা দিতে চান কপেল। ম্যাচের আগে কোচ বলেছেন, ‘' আমরা সকলেই জানি মুম্বই ভাল দল। আর ওদের মাঠে এসে ওদের বিরুদ্ধে খেলাটা বড় চ্যালেঞ্জ।  চেষ্টা করব ওদের রক্ষণ ভেঙে সেই চ্যালেঞ্জটা নিতে।'’
advertisement
মুম্বই এরিনা নাকি ঘরোয়া দলের ক্ষেত্রে মুখ ফেরায় না। এটিকে কি পারবে  মুম্বইয়ের ঘরের মাঠে তাদের বধ করতে ? উত্তর জানতে অপেক্ষা আর কিছু সময়ের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মুম্বইয়ের বিজয়রথ থামাতে বদ্ধপরিকর এটিকে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement