দোহা: ২০২২ কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথ অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল ৷ কিন্তু ২০২৩ এএফসি কাপের কোয়ালিফাইং পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার এখন দারুণ সুযোগ ভারতের সামনে ৷ তার জন্য আজ, মঙ্গলবার আফগানিস্তানকে হারাতে মরিয়া সুনীল ছেত্রীরা ৷ জিতলে তো বটেই, ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের ৷
তবে অন্য কোনও অঙ্কে নয় ৷ আজকের ম্যাচ জিতেই পরের রাউন্ডে যেতে মরিয়া ইগর স্তিমাচের দল ৷ ভারতীয় দলের হেড কোচ স্তিমাচ সোমবার বলেন, ‘‘ দলের ফুটবলাদের বলেছি, প্রচুর মানুষের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে। ভারতের জার্সি গায়ে চাপানো মানে এই ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করার সুযোগ। ’’
বাংলাদেশ ম্যাচে দুটি গোল করে দলকে জিতিয়েছিলেন সুনীল ৷ আজকের ম্যাচেও গোলের জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক ৷ আফগানিস্তান কখনই খুব সহজ প্রতিপক্ষ নয় ৷ কিন্তু আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলের আগের রেকর্ড খারাপও নয় ৷ স্তিমাচ বলেন, , ‘‘বাংলাদেশের বিরুদ্ধে আমাদের জিততেই হতো। সেই ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস ফিরে পাওয়া গিয়েছে। তবে আফগানিস্তান আরও শক্তিশালী দল। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও অনেক বেশি ওদের। ম্যাচে তাই গোলের সুযোগগুলিকে কাজে লাগাতে হবে ৷ ’’
আজ, মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০টা মিনিট নাগাদ শুরু হবে ম্যাচ ৷ লাইভ দেখা যাবে- Star Sports 2 SD/HD, Star Sports 3, Star Sports 1/HD (Hindi), Star Sports 1 Bangla, Star Sports 1 Telugu, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Live Streaming: Disney+ Hotstar VIP, Jio TV-তে ৷
গ্রুপ-‘ই’-তে এখন কোন দল কোথায় দাঁড়িয়ে
1. কাতার (৯ ম্যাচে ২২ পয়েন্ট - ৭টি জয়, ১টি ড্র);
2. ওমান (৭ ম্যাচে ১৫ পয়েন্ট - ৫টি জয়, ২ হার);
3. ভারত (৭ ম্যাচে ৬ পয়েন্ট - ১ জয়, ৩ ড্র, ৩ হার);
4. আফগানিস্তান (৭ ম্যাচে ৪ পয়েন্ট - ১ জয়, ২ ড্র, ৪ হার);
5. বাংলাদেশ (৭ ম্যাচে ২ পয়েন্ট - ২ ড্র, ৫ হার).
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, India