Sunil Chhetri: কিংবদন্তি পেলেকে ছুঁতে সুনীলের চাই আর ক’টা গোল ?

Last Updated:

গ্রুপের শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে আজ ড্র করলে এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেবে ভারতীয় দল।

দোহা: বিশ্বকাপ ও এশিয়ান কাপের কোয়ালিফাইং পর্বের ম্যাচ খেলতে মঙ্গলবার ফের একবার মাঠে নামছেন ভারতীয় ফুটবলাররা ৷ এবার তাঁদের প্রতিপক্ষ আফগানিস্তান ৷ বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচে ০-২ গোলে জেতার পর আত্মবিশ্বাস তুঙ্গে ভারতীয় দলের ৷ তবে একই সঙ্গে সতর্কও ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ ৷ প্রতিপক্ষ আফগানিস্তান যে একেবারেই হেলাফেলা করার মতো দল নয়, তা বিলক্ষণ জানেন সুনীলরা ৷  গ্রুপের শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে আজ ড্র করলেই এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেবে ভারতীয় দল।
ওমানের বিরুদ্ধে গত ম্যাচে ২-১ গোলে আফগানিস্তান হারার পর আজকের ম্যাচ ড্র করলেও তৃতীয় রাউন্ডে চলে যাবে ভারত ৷ কিন্তু ড্র নয়, ম্যাচ জিতেই পরের রাউন্ডে যেতে মরিয়া স্তিমাচ ব্রিগেড ৷ পাশাপাশি, আর একটি গোল করলেই ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ঢুকে পড়বেন ফুটবল ইতিহাসে দেশের জার্সিতে সর্বকালের সেরা দশ গোলদাতার তালিকায়। আর এই ম্যাচে হ্যাটট্রিক করলে কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেলার হাতছানি সুনীলের সামনে ৷ আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যায় ইতিমধ্যেই মেসিকে পিছনে ফেলেছেন সুনীল ৷ এবার তাঁর সামনে পেলেকে টপকে যাওয়ার হাতছানি ৷ ব্রাজিলের জার্সিতে পেলের গোল রয়েছে ৭৭টি ৷ সুনীলের এই মুহূর্তে ভারতের হয়ে গোলের সংখ্যা ৭৪ ৷ তাই আজকের ম্যাচে কী হয়, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: কিংবদন্তি পেলেকে ছুঁতে সুনীলের চাই আর ক’টা গোল ?
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement