বিদেশে পরপর ফ্রেন্ডলি ম্যাচ খেলেই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারবে ভারত
Last Updated:
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য হাতে আর খুব বেশি সময় নেই ৷
#নয়াদিল্লি: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য হাতে আর খুব বেশি সময় নেই ৷ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি এখন জোরকদমে শুরু করে দিয়েছে ভারতীয় দলও ৷ এবছর সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্ট ৷ এর জন্য দেশের মাটিতে নয়, ভারতীয় দল প্রস্তুতি সারছে বিদেশে ৷ জুলাই থেকেই শুরু হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলের বিদেশে ট্রেনিং ৷ চিন, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় ভারতীয় দল প্রস্ততি সারবে ৷ সেখানে ১০-১২টা প্রস্তুতি ম্যাচও খেলবে তারা ৷ অন্তত সাতটা ম্যাচ খেলবে অন্য কোনও দেশের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে ৷
সার্বিয়া থেকে গত মাসেই জিতে ফিরেছে ভারতীয় দল ৷ কোচ বিবিয়ানো ফার্নান্দেজের নেতৃত্বে গত পাঁচ সপ্তাহ ধরে কলকাতায় অনুশীলন করেছে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দল ৷ ২৫ জন ফুটবলার এবং সাত জনের সাপোর্ট স্টাফ নিয়ে ভারতীয় দল আজ, শনিবার চিনের উইনান সিটি-র উদ্দেশ্যে রওনা হচ্ছে ৷ সেখানে উত্তর কোরিয়া, থাইল্যান্ড এবং আয়োজক চিনের অনূর্ধ্ব-১৬ দলগুলির সঙ্গে একটি টুর্নামেন্টে অংশ নেবে তারা ৷ আগামী ৩ জুলাই চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ ৷ এরপর ৫ তারিখ থাইল্যান্ড এবং ৭ তারিখ উত্তর কোরিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে ভারতের ৷ এই টুর্নামেন্টের পরেও থাইল্যান্ড এবং মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে চলতি মাসেই খেলা রয়েছে বিবিয়ানোর ছেলেদের ৷ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভাল ফলের জন্য এখন বদ্ধপরিকর ভারতীয় দল ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2018 7:03 AM IST