বিদেশে পরপর ফ্রেন্ডলি ম্যাচ খেলেই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারবে ভারত

Last Updated:

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য হাতে আর খুব বেশি সময় নেই ৷

#নয়াদিল্লি: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের জন্য হাতে আর খুব বেশি সময় নেই ৷ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি এখন জোরকদমে শুরু করে দিয়েছে ভারতীয় দলও ৷ এবছর সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্ট ৷ এর জন্য দেশের মাটিতে নয়, ভারতীয় দল প্রস্তুতি সারছে বিদেশে ৷ জুলাই থেকেই শুরু হয়ে যাচ্ছে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলের বিদেশে ট্রেনিং ৷ চিন, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় ভারতীয় দল প্রস্ততি সারবে ৷ সেখানে ১০-১২টা প্রস্তুতি ম্যাচও খেলবে তারা ৷ অন্তত সাতটা ম্যাচ খেলবে অন্য কোনও দেশের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে ৷
সার্বিয়া থেকে গত মাসেই জিতে ফিরেছে ভারতীয় দল ৷ কোচ বিবিয়ানো ফার্নান্দেজের নেতৃত্বে গত পাঁচ সপ্তাহ ধরে কলকাতায় অনুশীলন করেছে অনূর্ধ্ব-১৬ ভারতীয় দল ৷ ২৫ জন ফুটবলার এবং সাত জনের সাপোর্ট স্টাফ নিয়ে ভারতীয় দল আজ, শনিবার চিনের উইনান সিটি-র উদ্দেশ্যে রওনা হচ্ছে  ৷ সেখানে উত্তর কোরিয়া, থাইল্যান্ড এবং আয়োজক চিনের অনূর্ধ্ব-১৬ দলগুলির সঙ্গে একটি টুর্নামেন্টে অংশ নেবে তারা ৷ আগামী ৩ জুলাই চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ ৷ এরপর ৫ তারিখ থাইল্যান্ড এবং ৭ তারিখ উত্তর কোরিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে ভারতের ৷ এই টুর্নামেন্টের পরেও থাইল্যান্ড এবং মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে চলতি মাসেই খেলা রয়েছে বিবিয়ানোর ছেলেদের ৷ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভাল ফলের জন্য এখন বদ্ধপরিকর ভারতীয় দল ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বিদেশে পরপর ফ্রেন্ডলি ম্যাচ খেলেই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারবে ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement