FIFAU17WC: দর্শকসংখ্যায় অতীতের সব রেকর্ডকে পিছনে ফেলল ভারত !
Last Updated:
সব মিলিয়ে এ বার ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট দর্শক সংখ্যা হল ১২ লাখ ৯০ হাজার ৭১১।
#কলকাতা : যুব বিশ্বকাপে প্রথম আয়োজনেই ভারত যে চমকে দিয়েছে সেটা ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো থেকে শুরু করে প্রত্যেকেই স্বীকার করে নিয়েছেন ৷ অসাধারণ একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য শনিবার চ্যাম্পিয়ন দলের কোচ স্টিভ কুপারও ভারত এবং কলকাতাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ৷ দর্শকসংখ্যাতে আগের সব রেকর্ড ছাপিয়ে যাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা ৷ শনিবার ব্রাজিল-মালি তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচেই সেটা সম্পূর্ণ হয় ৷
চিনে ১৯৮৫ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট দর্শকসংখ্যা হয়েছিল ১২ লক্ষ ২৪,০২৭ জন ৷ শনিবারের ফাইনালের আগে সেই রেকর্ডকে ছাপিয়ে যেতে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৬৯৪৯ ৷ ব্রাজিল-মালি ম্যাচে ৫৬ হাজার ৪৭২ জনের পাশাপাশি ইংল্যান্ড-স্পেন ফাইনাল দেখতে এদিন যুবভারতীতে এসেছিলেন ৬৬ হাজার ৬৮৪ জন ৷ যা এই টুর্নামেন্টেরও রেকর্ড ৷ বিশ্বকাপে যুবভারতীতে দর্শকদের জন্য মোট যত আসন বরাদ্দ হয়েছিল , তার মধ্যে নাকি মাত্র৩টি আসনই এদিন ফাঁকা ছিল বলে ফিফা সূত্রে খবর ৷ সব মিলিয়ে এ বার ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট দর্শক সংখ্যা হল ১২ লাখ ৯০ হাজার ৭১১।যা যুব বিশ্বকাপের অল টাইম রেকর্ড ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2017 8:34 AM IST