FIFAU17WC: দর্শকসংখ্যায় অতীতের সব রেকর্ডকে পিছনে ফেলল ভারত !

Last Updated:

সব মিলিয়ে এ বার ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট দর্শক সংখ্যা হল ১২ লাখ ৯০ হাজার ৭১১।

#কলকাতা : যুব বিশ্বকাপে প্রথম আয়োজনেই ভারত যে চমকে দিয়েছে সেটা ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো থেকে শুরু করে প্রত্যেকেই স্বীকার করে নিয়েছেন ৷ অসাধারণ একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য শনিবার চ্যাম্পিয়ন দলের কোচ স্টিভ কুপারও ভারত এবং কলকাতাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ৷ দর্শকসংখ্যাতে আগের সব রেকর্ড ছাপিয়ে যাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা ৷ শনিবার ব্রাজিল-মালি তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচেই সেটা সম্পূর্ণ হয় ৷
চিনে ১৯৮৫ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট দর্শকসংখ্যা হয়েছিল ১২ লক্ষ ২৪,০২৭ জন ৷ শনিবারের ফাইনালের আগে সেই রেকর্ডকে ছাপিয়ে যেতে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৬৯৪৯ ৷ ব্রাজিল-মালি ম্যাচে ৫৬ হাজার ৪৭২ জনের পাশাপাশি ইংল্যান্ড-স্পেন ফাইনাল দেখতে এদিন যুবভারতীতে এসেছিলেন ৬৬ হাজার ৬৮৪ জন ৷ যা এই টুর্নামেন্টেরও রেকর্ড ৷ বিশ্বকাপে যুবভারতীতে দর্শকদের জন্য মোট যত আসন বরাদ্দ হয়েছিল , তার মধ্যে নাকি মাত্র৩টি আসনই এদিন ফাঁকা ছিল বলে ফিফা সূত্রে খবর ৷  সব মিলিয়ে এ বার ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট দর্শক সংখ্যা হল ১২ লাখ ৯০ হাজার ৭১১।যা যুব বিশ্বকাপের অল টাইম রেকর্ড ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
FIFAU17WC: দর্শকসংখ্যায় অতীতের সব রেকর্ডকে পিছনে ফেলল ভারত !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement