#লন্ডন: পৃথিবীতে তখন প্রথম বারের জন্য বিশ্বযুদ্ধের ঘনঘটা। যুদ্ধের আগুনে পুড়ছে এশিয়া, আফ্রিকা। আগুন পৌঁছে গিয়েছে ইউরোপেও। জার্মান শক্তির মোকাবিলা করতে রীতিমতো নাকাল ফ্রান্স আর ইংল্যান্ডের যৌথ মিত্র শক্তি। ফ্রান্সের একদম উত্তর প্রান্তে আর্তোয়া শহরে পৌঁছে গিয়েছে দুর্ধর্ষ জার্মান সেনা। তাঁদের লক্ষ্য, বেলজিয়াম দিয়ে সরাসরি ফ্রান্সের অন্দর মহলে ঢুকে পড়া। সেই একপেশে লড়াইয়ে মিত্রশক্তিকে কচুকাটা করছিল জার্মানি। এই যুদ্ধে ফ্রান্স সীমান্তে মোতায়েন ব্রিটিশ সেনার কোনও অফিসার বেঁচে ফিরতে পারেননি। শুধু অফিসার নয়, এক তৃতীয়াংশ সেনাকেও নিকেশ করেছিল জার্মান সেনা।
এরপর অ্যাডালফ হিটলারের নির্দেশে লন্ডন শহরের ওপর জার্মান বোমারু বিমানের হানা, ইংরেজদের শেষ পর্যন্ত বাঁচিয়েছিলেন উইনস্টন চার্চিল। খেলার মাঠেও এই দুই প্রতিপক্ষ যখন মুখোমুখি হয় ফিরে আসে ইতিহাস। ফুটবল মাঠে ইংল্যান্ড বনাম জার্মানি মানেই আলাদা উত্তেজনা। আর মাত্র তিন দিন। মঙ্গলবার লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরশত্রু। ইতিমধ্যেই মানসিক লড়াই শুরু করে দিয়েছে জার্মান শিবির।
কোচ জোয়াকিম লো জানিয়েছেন খেলা যেহেতু হবে লন্ডনে, তাই পুরো সমর্থনটাই থাকবে ইংলিশদের সঙ্গে। ফুটবলের দর্শক সমর্থন একটা দলকে চাঙ্গা করতে সাহায্য করে। সেই সুবিধা পাবে ইংল্যান্ড। অল্পসংখ্যক দর্শক থাকবে জার্মানির। তাই এই ম্যাচে ইংল্যান্ড অনেকটাই ফেভারিট মনে করেন জার্মান ম্যানেজার। ইংলিশ ম্যানেজার গ্যারেথ সাউথগেট অবশ্য এর পাল্টা কিছুই বলেননি। তবে ভেতর ভেতর কিমিচ, কাই, নাব্রি, হামেলসদের বিরুদ্ধে ট্যাকটিকস সাজাতে শুরু করে দিয়েছেন ইংলিশ ম্যানেজার।
মাঠের লড়াইয়ে যেন বিশ্বযুদ্ধের আঁচ পাওয়া যাচ্ছে এখন থেকেই। দুই চিরন্তন শত্রু বলে কথা ! একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব।জার্মানি শেষ ম্যাচে যেভাবে আটকে গিয়ে ড্র করেছিল হাঙ্গেরির বিরুদ্ধে তাতে তাঁদের চারিত্রিক দৃঢ়তা আবার প্রকাশ পেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড চেক রিপাবলিকের বিরুদ্ধে জিতে শীর্ষে থেকে নক আউটে উঠেছে। তাই মাঠের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EURO 2020 Copa 2021, Euro Cup 2020