Euro 2020: মাঠে ম্যাচ দেখতে এসে ডেল্টা সংক্রমণ, ৪০০০ ডেনমার্ক সমর্থককে পরীক্ষার নির্দেশ

Last Updated:

নেদারল্যান্ডসে ডেনমার্কের সমর্থকদের ১২ ঘণ্টা-র বেশি থাকার অনুমতি নেই৷ ফুটবল টুর্নামেন্টে ছড়ালো করোনা ডেল্টা ভাইরাস৷

#কোপেনহেগেন: ইউরো ২০২০ (Euro 2020) -র ডেনমার্ক বনাম বেলজিয়াম (Denmark vs Belgium) ম্যাচ হওয়ার পরই কেলেঙ্কারির ইঙ্গিত৷ ড্যানিশ স্বাস্থ্য আধিকারিকরা মাঠে হাজির ৪০০০ ডেনমার্ক সমর্থককেই করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিল৷ আসলে কারণ হল মাঠে হাজির একাধিক সমর্থক ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন তাও আবার ডেল্টা ভ্যারিয়েন্টে (Delta coronavirus variant) ৷
ড্যানিশ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, ‘‘এই তিনজন দর্শক ম্যাচ চলাকালীন যাঁরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে, তাঁদের কাছাকাছি যাঁরা, আর কাছাকাছিদের কাছাকাছি যাঁরা তাঁদের সকলকে জানানো হয়েছে৷ ’’ ড্যানিশ এজেন্সি ফর পেশেন্ট সেফটি -র ডিরেক্টর আন্তে লিক্কে পেট্রি এই কথা জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামের সমর্থকদের মধ্যে তিন জন আলাদা আলাদা জায়গায় থাকা ব্যক্তিরা ডেল্টা স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছেন৷ এই ম্যাচ হয়েছিল ১৭ জুন৷
advertisement
 পেট্রি ড্যানিশ টিভি স্টেশন TV2 তে জানিয়েছেন,  ‘‘তিনজন একেবারে আলাদা আলাদা মানুষ করোনা আক্রান্ত হয়েছেন যার মানে সংক্রমণ ছড়িয়েছে ম্যাচ থেকেই৷
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘‘আমরা সকলকেই পরীক্ষা করে দেখতে চাই৷’’ স্টেডিয়ামের একটি নির্দিষ্ট জায়গার ৪০০০ দর্শককে চিহ্নিত হয়েছে৷ ডেনমার্কে খেলার European Championship-র ম্যাচ থেকে ২৯ জন আক্রান্ত হয়েছেন৷
advertisement
৫৮ লক্ষের বসতির দেশ রোজ ২০০ জন করোনা আক্রান্ত হচ্ছে৷ ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ড্যানিশ আধিকারিকরা বিশেষ নির্দেশ দিয়েছেন৷ তাঁরা জানিয়েছেন ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তদের কন্ট্যাক্টের কন্ট্যাক্টদের আইসোলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন৷
শনিবারই নিজের শেষ ষোলর ম্যাচ ডেনমার্কের৷ প্রতিপক্ষ ওয়েলস৷ ড্যানিশ ফ্যানদের জন্য ৪,৪০০ টিকিট রিজার্ভ ছিল৷ ডেনমার্কের ফ্যানদের জন্য বিশে৷ নির্দেশ জারি হয়েছে নেদারল্যান্ডসে তারা যাতায়াত ১২ ঘণ্টার মধ্যে করতে হবে৷ তারচেয়ে বেশি নেদারল্যান্ডসে তাদের থাকতে দেওয়া হবে না৷
advertisement
কারণ করোনা ভাইরাসের চেয়েও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বহুগুণ বেশি৷ এদিকে শনিবার ডেনমার্ক বনাম ওয়েলস (Denmark vs Wales) শেষ ১৬  (Round of 16)-র ম্যাচে ৪-০ গোলে জেতে ডেনমার্ক৷ তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: মাঠে ম্যাচ দেখতে এসে ডেল্টা সংক্রমণ, ৪০০০ ডেনমার্ক সমর্থককে পরীক্ষার নির্দেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement