EURO 2020, Switzerland vs Turkey: তুরস্ককে ৩-১ গোলে হারালেও শেষ ষোলো নিশ্চিত নয় সুইৎজারল্যান্ডের

Last Updated:

তুরস্ককে ৩-১ গোলে উড়িয়ে দিয়েও শেষ ষোলোয় জায়গা এখনই নিশ্চিত করতে পারল না সুইসরা ৷ অন্যদিকে হেরেও প্রি-কোয়ার্টারে গ্যারেথ বেলের ওয়েলস ৷

Photo Courtesy: Euro 2020/Twitter
Photo Courtesy: Euro 2020/Twitter
সুইৎজারল্যান্ড: ৩ (হ্যারিস সেফেরোভিচ-৬’, শাকিরি- ২৬’, ৬৮’)
তুরস্ক: ১ ( ইরফান কাভেচি- ৬২’)
বাকু: রবিবার একইসময় শুরু হয়েছিল গ্রুপ-‘এ’-র দুটি ম্যাচ ইতালি বনাম ওয়েলস এবং সুইৎজারল্যান্ড বনাম তুরস্ক ৷ বাকুর অলিম্পিক স্টেডিয়ামে তুরস্ককে ৩-১ গোলে উড়িয়ে দিয়েও শেষ ষোলোয় জায়গা এখনই নিশ্চিত করতে পারল না সুইসরা ৷ অন্যদিকে হেরেও প্রি-কোয়ার্টারে গ্যারেথ বেলের ওয়েলস ৷
advertisement
advertisement
রবিবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসকে ১-০ ব্যবধানে হারায় ইতালি গ্রুপে শীর্ষে থেকেই শেষ করল রবার্তো মানচিনির দল।  তবে হেরে গিয়েও দ্বিতীয় স্থানে শেষ করে প্রি-কোয়ার্টারে ওয়েলস। কারণ ওয়েলস এবং সুইৎজারল্যান্ড দুই দলেরই ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ হলেও গোল পার্থক্যের বিচারে পরের রাউন্ডে চলে গেল ওয়েলস ৷
advertisement
এদিন তুরস্কের বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বক দেখিয়েছে সুইস ফুটবলারদের ৷ যত বেশি সংখ্যক গোল করাই ছিল তাঁদের লক্ষ্য ৷ ম্যাচের ৬ মিনিটেই সুইৎজারল্যান্ডকে এগিয়ে দেন হ্যারিস সেফেরোভিচ। ২৬ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত গোল করে ব্যবধান বাড়ান জারদান শাকিরি। দ্বিতীয়ার্ধে তুরস্কের ইরফান কাভেচি একটি গোল শোধ করলেও শাকিরি ফের গোল করে সুইৎজারল্যান্ডের জয় নিশ্চিত করেন। কিন্তু তাতে অবশ্য লাভ হয়নি ৷ এখনও অবশ্য পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে সুইৎজারল্যান্ডের ৷ টুর্নামেন্টের সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে তারা যেতে পারে কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, Switzerland vs Turkey: তুরস্ককে ৩-১ গোলে হারালেও শেষ ষোলো নিশ্চিত নয় সুইৎজারল্যান্ডের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement