EURO 2020, Netherlands vs Austria: অ্যামস্টারডমে কমলা ঝড় ! অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় নেদারল্যান্ডস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার রাতে ২-০ গোলে ম্যাচ জিতল ডাচরা ৷
নেদারল্যান্ডস: ২ [মেমফিস ডিপে-১১’ (পেনাল্টি), ডামফ্রাইস-৬৭’]
অস্ট্রিয়া: ০
অ্যামস্টারডম: এবারের ইউরোতে শুরু হয় গিয়েছে কমলা ঝড় ৷ ইউক্রেনের পর এবার অস্ট্রিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নিল নেদারল্যান্ডস ৷ বৃহস্পতিবার রাতে ২-০ গোলে ম্যাচ জিতল ডাচরা ৷ ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেমফিস ডিপে ৷ এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডামফ্রাইস ৷ ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়ে যাওয়ায় বিপক্ষকে আরোই চাপে ফেলতে সক্ষম হয় নেদারল্যান্ডস ৷ ডেঞ্জেল ডামফ্রাইসকে ডেভিড অ্যালাবা ফাউল করায় পেনাল্টি পায় নেদারল্যান্ডস ৷ সেখান থেকে গোল করতে কোনও সমস্যা হয়নি ডিপের ৷
advertisement
🇳🇱 Netherlands confirmed as Group C winners 👏 Who'll finish 2nd?#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 17, 2021
advertisement
এদিন গ্রুপ-‘সি’-র অন্য ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়াকে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইউক্রেনও। বৃহস্পতিবার ২-১ ব্যবধানে জিতেছে তারা। গোল করেন আন্দ্রি ইয়ারমোলেঙ্কো এবং রোমান ইয়ারেমচুক। বুখারেস্টে ২৯ মিনিটের মাথায় গোল করেন ওয়েস্ট হ্যামের ফরোয়ার্ড ইয়ারমোলেঙ্কো। পাঁচ মিনিট পরে তাঁর পাস থেকে দলের দ্বিতীয় গোল ইয়ারেমচুকের। দ্বিতীয়ার্ধে এজগার আলিয়োস্কি পেনাল্টি মিস করার পরেও ফিরতি বলে গোল করে দেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2021 6:36 AM IST