Euro 2020, Netherlands vs Ukraine: অ্যামস্টারডমে লড়াই জমজমাট, ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসল ডাচরাই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস ৷
ইউক্রেন- ২ (ইয়ারমোলেঙ্কো-৭৫', ইয়ারেমচুক- ৭৯')
নেদারল্যান্ডস- ৩ (জর্জিনিও উইজনালডাম- ৫২', ওয়েঘর্স্ট- ৫৮', ডামফ্রাইস- ৮৫' )
অ্যামস্টারডম: ঘরের মাঠে ফেভারিট ছিল ডাচরাই ৷ শেষ হাসিও হাসলেন তাঁরাই ৷ তবে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর ৷ ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর নেদারল্যান্ডসের হয়ে ম্যাচের ৫২ মিনিটে এদিন প্রথম গোলটি করেন জর্জিনিও উইজনালডাম ৷ এরপর মিনিট ছয় যেতে না যেতেই দলকে ২-০ গোলে এগিয়ে দেন ওয়েঘর্স্ট ৷
advertisement
advertisement
তবে দু’গোল পরপর হজম করেও লড়াই থামাননি ইউক্রেনের ফুটবলাররা ৷ ম্যাচের ৭৫ এবং ৭৯ মিনিটে ইউক্রেনের হয়ে গোলদুটি করেন ইয়ারমোলেঙ্কো এবং ইয়ারেমচুক ৷ তবে সমতায় ফিরলেও এরপর ৮৫ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে জয়সূচক গোলটি করেন ডামফ্রাইস৷ নেটিজেনরা অনেকেই বলছেন, এটাই এখনও পর্যন্ত ইউরো কাপের সেরা ম্যাচ।
🇳🇱 Depay with an 𝗶𝗻𝗰𝗵-𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁 nutmeg on the run 😎@Memphis 🔥@HisenseSports | #EUROSkills | #EURO2020 pic.twitter.com/HUA211fVL2
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021
advertisement
২০১৬-র ইউরো এবং ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল তারা। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে সবমিলিয়ে হল পাঁচ-পাঁচটি গোল ৷ অন্যদিকে এদিন অন্য একটি ম্যাচে অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে নর্থ ম্যাসিডোনিয়াকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2021 9:31 AM IST