Euro 2020, Netherlands vs Ukraine: অ্যামস্টারডমে লড়াই জমজমাট, ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসল ডাচরাই

Last Updated:

ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস ৷

Photo Courtesy: Euro 2020/Twitter
Photo Courtesy: Euro 2020/Twitter
ইউক্রেন- ২ (ইয়ারমোলেঙ্কো-৭৫', ইয়ারেমচুক- ৭৯')
নেদারল্যান্ডস- (জর্জিনিও উইজনালডাম- ৫২', ওয়েঘর্স্ট- ৫৮', ডামফ্রাইস- ৮৫' )
অ্যামস্টারডম: ঘরের মাঠে ফেভারিট ছিল ডাচরাই ৷ শেষ হাসিও হাসলেন তাঁরাই ৷ তবে হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর ৷ ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে এবারের ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর নেদারল্যান্ডসের হয়ে ম্যাচের ৫২ মিনিটে এদিন প্রথম গোলটি  করেন জর্জিনিও উইজনালডাম ৷ এরপর মিনিট ছয় যেতে না যেতেই দলকে ২-০ গোলে এগিয়ে দেন ওয়েঘর্স্ট ৷
advertisement
advertisement
তবে দু’গোল পরপর হজম করেও লড়াই থামাননি ইউক্রেনের ফুটবলাররা ৷ ম্যাচের ৭৫ এবং ৭৯ মিনিটে ইউক্রেনের হয়ে গোলদুটি করেন ইয়ারমোলেঙ্কো এবং ইয়ারেমচুক ৷ তবে সমতায় ফিরলেও এরপর ৮৫ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে জয়সূচক গোলটি করেন ডামফ্রাইস৷ নেটিজেনরা অনেকেই বলছেন, এটাই এখনও পর্যন্ত ইউরো কাপের সেরা ম্যাচ।
advertisement
২০১৬-র ইউরো এবং ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। প্রায় সাত বছর পর প্রথম সারির কোনও প্রতিযোগিতায় খেলতে নেমেছিল তারা। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে সবমিলিয়ে হল পাঁচ-পাঁচটি গোল ৷ অন্যদিকে এদিন অন্য একটি ম্যাচে অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে হারিয়েছে নর্থ ম্যাসিডোনিয়াকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020, Netherlands vs Ukraine: অ্যামস্টারডমে লড়াই জমজমাট, ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসল ডাচরাই
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement