EURO 2020: মাঠে একসঙ্গে বসে খেলা দেখলেন করোনা আক্রান্ত প্রায় ২০০০ স্কটিশ সমর্থক ! রিপোর্ট প্রকাশে চাঞ্চল্য

Last Updated:

2,000 Scottish supporters Covid: স্কটল্যান্ডে স্বাস্থ্য সংস্থা মারাত্মক তথ্যই সামনে আনল । তাদের দাবি, অন্তত ২০০০ স্কটল্যান্ডের সমর্থক কোভিড নিয়েই লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখতে মাঠে এসেছিলেন।

গ্লাসগো: ইউরোর প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শেষ ৷ এবার শুরু হবে শেষ আটের লড়াই ৷ কোয়ার্টার ফাইনাল থেকে কোন চারটি দল শেষপর্যন্ত সেমিফাইনালে যায়, তা জানার অপেক্ষায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা ৷ করোনা আবহেও এবারের ইউরো সুপারহিট ৷ যেন অঘটনের একটা টুর্নামেন্ট ৷ একে একে বিদায় নিয়েছে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, সুইডেনের মতো হেভিওয়েটরা ৷ এবার বাকি যারা রয়েছে, তাদের মধ্যেই কোনও একটি দলের হাতে উঠবে ইউরোপ সেরার ট্রফি ৷
কিন্তু এর মধ্যেই একটা আতঙ্কের খবর ৷ স্কটল্যান্ডে স্বাস্থ্য সংস্থা মারাত্মক তথ্যই সামনে আনল । তাদের দাবি, অন্তত ২০০০ স্কটল্যান্ডের সমর্থক কোভিড নিয়েই লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখতে মাঠে এসেছিলেন। রিপোর্ট প্রকাশের পরেই হইচই পড়ে গিয়েছে! শুধু স্টেডিয়ামেই নয়, সিটি সেন্টারে সবাই মিলে জায়ান্ট স্ক্রিনেও অনেকে খেলা দেখেছেন ৷ রাস্তায় উৎসব করেছেন ৷ অধিকাংশের মুখেই ছিল না মাস্ক ৷ কোভিড আবহে মানুষ যেন ফুটবলের আনন্দে সব কিছু ভুলেই গিয়েছেন ৷ ওয়েম্বলির ঘটনা জানাজানি হওয়ার পর এখন আতঙ্কে রয়েছেন ইউরোপের অন্য দেশের ফুটবলপ্রেমীরাও ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020: মাঠে একসঙ্গে বসে খেলা দেখলেন করোনা আক্রান্ত প্রায় ২০০০ স্কটিশ সমর্থক ! রিপোর্ট প্রকাশে চাঞ্চল্য
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement