ইতালি: ৩ (ম্যানুয়েল লোকাতেল্লি- ২৬’, ৫২’, ইমমোবাইল-৮৯’)
সুইৎজারল্যান্ড: ০
রোম: ইতালিকে থামানো যাচ্ছে না ৷ তুরস্কের পর এবার সুইৎজারল্যান্ডকে হারিয়ে এবারের ইউরো কাপের প্রথম দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিল ইতালি ৷ ম্যাচে জোড়া গোল করলেন লোকাতেল্লি ৷ অপর গোলটি ইমমোবাইলের ৷
🇮🇹 𝐈𝐓𝐀𝐋𝐘 🇮🇹
🔹 29 games unbeaten 🔹 10 straight clean sheets 🔹 31 goals without reply 🔹 First team in the Round of 16#EURO2020 pic.twitter.com/opWyppcrxB — UEFA EURO 2020 (@EURO2020) June 16, 2021
এই নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আজুরিরা ৷ ১০ ম্যাচ টানা ক্লিন শিটে জয় ৷ করা হয়ে গিয়েছে ৩১ গোলও ৷ যা অবশ্যই বড় রেকর্ড ৷ বুধবার সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। ২৬ মিনিটে দলকে ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও এক ছবি। ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি পায় ইতালি। দলকে ২ গোলে এগিয়ে দেন লোকাতেল্লি ৷ পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবাইল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EURO 2020 Copa 2021, Euro Cup 2020