Euro 2020: France vs Switzerland: পেনাল্টি শ্যুট আউটে হার ফ্রান্সের, কোয়ার্টারে সুইসরা

Last Updated:

ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের স্কোরলাইন ৭-৮, বিশ্বাস না হলে এটাই সত্যি, দেখে নিন কী ধুন্ধুমার ম্যাচ মিস করেছেন৷

#বুখারেস্ট: সোমবারের ইউরোর ম্যাচগুলি ছিল গোলের বন্যা৷ বেঞ্জিমা-পোগবাদের দুরন্ত লড়াই শেষেও খালি হাতে ফিরতে হল শক্তিধর ফ্রান্সকে৷ এদিন শেষ ষোলর ম্যাচে শুরু থেকেই  সুইৎজারল্যান্ড আক্রমণাত্মক খেলা দিয়ে শুরু করে৷ খেলার ১৫ মিনিটে সেফারোভিচের গোলে এগিয়ে যায় সুইসরা৷ প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে খেলা শেষ করে ফ্রান্স৷
এদিকে এক গোলে পিছিয়ে থাকা ফ্রান্স নেমেই মুহূর্মুহু আক্রমণ দাগে৷ সুইস রক্ষণে আছড়ে পড়তে থাকা ক্রমাগত আক্রমণের ঢেউ৷ ২ মিনিটের ব্যবধানে ২ টি গোল করেন করিম বেঞ্জিমা৷ ৫৭ ও ৫৯ মিনিটে বেঞ্জিমার গোলে ২-১ হয়ে যায় স্কোরলাইন৷
ম্যাচে গোলের ব্যবধান আরও বাড়াতে লে  ব্লুসদের পরের গোল আসে পল পোগবার থেকে৷ তাঁর স্ক্রিমারে ৭৫ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৩-১ ৷ এই অবস্থায় যদি ভেবে থাকেন এটাই ম্যাচের প্রধান অঙ্ক, তাহলে ভুল ভেবেছেন৷ পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত স্টাইলে একেবারে কাহানিতে বড় ‘পলট’৷
advertisement
advertisement
ম্যাচের ১৫ মিনিটে গোল করা সেফেরোভিচ ফের একবার ৮১ মিনিটে গোল করেন৷ ৯০ মিনিটে গাভরানোভিচের গোলে নির্ধারিত সময়ে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-৩৷
অতিরিক্ত সময়ে আর কোনও দলই গোলের ব্যবধান বাড়াতে পারেনি৷ খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে৷ সেখানে ৫-৪ গোলে ম্যাচ জিতে যায় সুইৎজারল্যান্ড৷
advertisement
ফ্রান্সের হয়ে পল পোগবা, জিরোড, থুরাম, কিম্পবে সকলেই পেনাল্টিতে লক্ষ্যভেদ করলেও তরুণ তুর্কি এমবাপে ব্যর্থ ৷ অন্যদিকে সুইৎজারল্যান্ডের হয়ে গাভরানোভিচ, সারহ,আকাঞ্জি, ভারগাস,মাহমাদি সকলেই গোলে বল রাখেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: France vs Switzerland: পেনাল্টি শ্যুট আউটে হার ফ্রান্সের, কোয়ার্টারে সুইসরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement