Euro 2020: France vs Switzerland: পেনাল্টি শ্যুট আউটে হার ফ্রান্সের, কোয়ার্টারে সুইসরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড ম্যাচের স্কোরলাইন ৭-৮, বিশ্বাস না হলে এটাই সত্যি, দেখে নিন কী ধুন্ধুমার ম্যাচ মিস করেছেন৷
#বুখারেস্ট: সোমবারের ইউরোর ম্যাচগুলি ছিল গোলের বন্যা৷ বেঞ্জিমা-পোগবাদের দুরন্ত লড়াই শেষেও খালি হাতে ফিরতে হল শক্তিধর ফ্রান্সকে৷ এদিন শেষ ষোলর ম্যাচে শুরু থেকেই সুইৎজারল্যান্ড আক্রমণাত্মক খেলা দিয়ে শুরু করে৷ খেলার ১৫ মিনিটে সেফারোভিচের গোলে এগিয়ে যায় সুইসরা৷ প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে খেলা শেষ করে ফ্রান্স৷
এদিকে এক গোলে পিছিয়ে থাকা ফ্রান্স নেমেই মুহূর্মুহু আক্রমণ দাগে৷ সুইস রক্ষণে আছড়ে পড়তে থাকা ক্রমাগত আক্রমণের ঢেউ৷ ২ মিনিটের ব্যবধানে ২ টি গোল করেন করিম বেঞ্জিমা৷ ৫৭ ও ৫৯ মিনিটে বেঞ্জিমার গোলে ২-১ হয়ে যায় স্কোরলাইন৷
ম্যাচে গোলের ব্যবধান আরও বাড়াতে লে ব্লুসদের পরের গোল আসে পল পোগবার থেকে৷ তাঁর স্ক্রিমারে ৭৫ মিনিটে স্কোরলাইন হয়ে যায় ৩-১ ৷ এই অবস্থায় যদি ভেবে থাকেন এটাই ম্যাচের প্রধান অঙ্ক, তাহলে ভুল ভেবেছেন৷ পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত স্টাইলে একেবারে কাহানিতে বড় ‘পলট’৷
advertisement
advertisement
ম্যাচের ১৫ মিনিটে গোল করা সেফেরোভিচ ফের একবার ৮১ মিনিটে গোল করেন৷ ৯০ মিনিটে গাভরানোভিচের গোলে নির্ধারিত সময়ে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৩-৩৷
অতিরিক্ত সময়ে আর কোনও দলই গোলের ব্যবধান বাড়াতে পারেনি৷ খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে৷ সেখানে ৫-৪ গোলে ম্যাচ জিতে যায় সুইৎজারল্যান্ড৷
advertisement
ফ্রান্সের হয়ে পল পোগবা, জিরোড, থুরাম, কিম্পবে সকলেই পেনাল্টিতে লক্ষ্যভেদ করলেও তরুণ তুর্কি এমবাপে ব্যর্থ ৷ অন্যদিকে সুইৎজারল্যান্ডের হয়ে গাভরানোভিচ, সারহ,আকাঞ্জি, ভারগাস,মাহমাদি সকলেই গোলে বল রাখেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2021 6:49 AM IST