EURO 2020, Finland vs Belgium: বেলজিয়ামের বিজয়রথ অব্যাহত, ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় লুকাকুরা

Last Updated:

Belgium vs Finland: এই ম্যাচ জেতায় গ্রুপের ৩ ম্যাচের ৩টি-তেই জিতে শেষ ষোলোয় গেল বেলজিয়াম ৷

Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
ফিনল্যান্ড: ০
বেলজিয়াম: ২ (লুকাস রেডেকি-৭৪’, রোমেলু লুকাকু-৮১’)
সেন্ট পিটার্সবার্গ:  ইউরো ২০২০-তে থামানো যাচ্ছে না বেলজিয়ামকে ৷ সোমবার রাতে ফিনল্যান্ডকে ০-২ গোলে উড়িয়ে দিল তাঁরা ৷ ম্যাচের দুটি গোলই হল একেবারে শেষভাগে ৷ যার মধ্যে একটি আবার আত্মঘাতী গোল ৷ চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একাধিক আত্মঘাতী গোল দেখে ফেলেছেন দর্শকরা ৷ সোমবারের ম্যাচেও একই ঘটনা ঘটল ৷ ৭৪ মিনিটে ফিনল্যান্ডের লুকাস রেডেকি নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন ৷ তারপর সাত মিনিট যেতে না যেতেই আরও একটি গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন রোমেলু লুকাকু ৷ এই ম্যাচ জেতায় গ্রুপ পর্বের ৩ ম্যাচের ৩টি-তেই জিতে শেষ ষোলোয় গেল বেলজিয়াম ৷
advertisement
advertisement
ম্যাচের প্রথমার্ধেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল বেলজিয়াম ৷ তবে গোলগুলি হল একেবারে শেষ ভাগে ৷ ইউরো ২০২০-তে গ্রুপ-‘বি’-ত বেলজিয়ামের পাশাপাশি নক আউটে গেল ক্রিশ্চিয়ান এরিকসনের ডেনমার্কও ৷ অন্য ম্যাচে এদিন রাশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল ড্যানিশরা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, Finland vs Belgium: বেলজিয়ামের বিজয়রথ অব্যাহত, ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় লুকাকুরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement