EURO 2020, Finland vs Belgium: বেলজিয়ামের বিজয়রথ অব্যাহত, ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ ষোলোয় লুকাকুরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Belgium vs Finland: এই ম্যাচ জেতায় গ্রুপের ৩ ম্যাচের ৩টি-তেই জিতে শেষ ষোলোয় গেল বেলজিয়াম ৷
ফিনল্যান্ড: ০
বেলজিয়াম: ২ (লুকাস রেডেকি-৭৪’, রোমেলু লুকাকু-৮১’)
সেন্ট পিটার্সবার্গ: ইউরো ২০২০-তে থামানো যাচ্ছে না বেলজিয়ামকে ৷ সোমবার রাতে ফিনল্যান্ডকে ০-২ গোলে উড়িয়ে দিল তাঁরা ৷ ম্যাচের দুটি গোলই হল একেবারে শেষভাগে ৷ যার মধ্যে একটি আবার আত্মঘাতী গোল ৷ চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একাধিক আত্মঘাতী গোল দেখে ফেলেছেন দর্শকরা ৷ সোমবারের ম্যাচেও একই ঘটনা ঘটল ৷ ৭৪ মিনিটে ফিনল্যান্ডের লুকাস রেডেকি নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন ৷ তারপর সাত মিনিট যেতে না যেতেই আরও একটি গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন রোমেলু লুকাকু ৷ এই ম্যাচ জেতায় গ্রুপ পর্বের ৩ ম্যাচের ৩টি-তেই জিতে শেষ ষোলোয় গেল বেলজিয়াম ৷
advertisement
advertisement
⏰ RESULT ⏰
🇧🇪 Belgium top Group B with 100% record 🤔 How good is this @BelRedDevils side❓ #EURO2020 — UEFA EURO 2020 (@EURO2020) June 21, 2021
ম্যাচের প্রথমার্ধেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল বেলজিয়াম ৷ তবে গোলগুলি হল একেবারে শেষ ভাগে ৷ ইউরো ২০২০-তে গ্রুপ-‘বি’-ত বেলজিয়ামের পাশাপাশি নক আউটে গেল ক্রিশ্চিয়ান এরিকসনের ডেনমার্কও ৷ অন্য ম্যাচে এদিন রাশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল ড্যানিশরা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2021 7:00 AM IST