EURO 2020, Belgium vs Portugal: ইউরোয় থেমে গেল রোনাল্ডোর দৌড়, পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে বেলজিয়াম !

Last Updated:

Belgium vs Portugal: ম্যাচের একমাত্র গোলটি হয় প্রথমার্ধেই ৷ ৪২ মিনিটে বেলজিয়ামকে গোল করে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ডের ভাই থরগান হ্যাজার্ড ৷

Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
Photo Courtesy: UEFA EURO 2020/Twitter
বেলজিয়াম - ১ (থরগান হ্যাজার্ড- ৪২’)
পর্তুগাল- ০
সেভিয়া: রবিবার রাতে স্পেনের সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজার মাঠে মুখোমুখি হয়েছিল এবারের ইউরো কাপ চ্যাম্পিয়নের দুই বড় দাবিদার পর্তুগাল এবং বেলজিয়াম ৷ রোনাল্ডোর পর্তুগাল ফেভারিট হলেও ইউরো হোক কিংবা বিশ্বকাপ, লুকাকু-হ্যাজার্ডদের বেলজিয়ামকে এখন সর্বত্রই ফেভারিটদের তালিকাতেই ধরতে হয় ৷ ইউরো ২০২০-র প্রথম সবচেয়ে বড় অঘটনটা রবিবার রাতে দেখে ফেললেন বিশ্বের ফুটবলপ্রেমীরা ৷ বেলজিয়ামের বিরুদ্ধে ১-০ গোলে হেরে বিদায় নিল পর্তুগাল ৷ ম্যাচের একমাত্র গোলটি করলেন থরগান হ্যাজার্ড ৷
advertisement
advertisement
ম্যাচ চলাকালীন এদিন মাঠের পরিবেশ বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে। হলুদ কার্ডও দেখেন পেপে। ম্যাচে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পর্তুগাল ৷ শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়লেন রোনাল্ডোরা ৷ প্রি কোয়ার্টার ফাইনালেই বিদায় হল গতবারের ইউরো চ্যাম্পিয়নদের ৷
advertisement
ম্যাচের একমাত্র গোলটি হয় প্রথমার্ধেই ৷ ৪২ মিনিটে বেলজিয়ামকে গোল করে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ডের ভাই থরগান ৷ লুকাকু বল বাড়ান ডায়াসকে। সেখান থেকে পা ঘুরে ডি ব্রুইন। তাঁর ডান পায়ের ফ্লিক প্রতিহত হয় পর্তুগালের রক্ষণে। কিন্তু, বল সেই বেলজিয়ামের দখলেই থাকে। বাঁ দিকে মুনিয়ারের পায়ে বল এলে তিনি বাড়ান হ্যাজার্ডের দিকে। অবশেষে হ্যাজার্ডের ডান পায়ের লম্বা শট বিপক্ষের জালে জড়িয়ে যায়।
advertisement
সেই গোল আর দ্বিতীয়ার্ধে শোধ করতে পারেননি রোনাল্ডোরা ৷ ম্যাচে এদিন মাত্র ১টি গোল করতে পারলেই ইরানের আলি দাইকে টপকে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করার রেকর্ড চলে আসত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দখলে। যদিও তিনি গোল করতে না পারায় আপাতত যুগ্মভাবে শীর্ষে থেকে গেলেন সিআরসেভেন।
বাংলা খবর/ খবর/খেলা/
EURO 2020, Belgium vs Portugal: ইউরোয় থেমে গেল রোনাল্ডোর দৌড়, পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে বেলজিয়াম !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement