বেলজিয়ামের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচের জন্য ফিট তিনি, জানালেন হ্যারি কেন
Last Updated:
বেলজিয়ামের বিরুদ্ধে শনিবার তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে খেলবেন কেন ৷ সেটা নিজেই জানিয়েছেন ইংল্যান্ডের তারকা ৷
#মস্কো: তিনি বিশ্বকাপের সোনার বুটের সবচেয়ে বড় দাবিদার ৷ ক্রোয়েশিয়ার কাছে হেরে দল সেমিফাইনালে ছিটকে গেলেও এখনও রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ইংল্যান্ডের হ্যারি কেনই ৷
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাঁর খেলা দেখে চমকে উঠেছিলেন অনেকেই ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা গ্যারি নেভিল যেমন বলেই ফেলেছেন, কীভাবে সেমিফাইনালের মতো গোটা ম্যাচে অধিকাংশ সময় মাঠে দাঁড়িয়ে থাকতেই দেখা গিয়েছে কেনকে ৷ তা দেখে চমকে উঠেছিলেন তিনি ৷ কলম্বিয়া ও সুইডেন ম্যাচেও বারবার দাঁড়িয়ে যেতে দেখা যাচ্ছিল হ্যারিকে ৷ তাঁর চোট রয়েছে কী না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন নেভিল ৷ আপাতত ইংল্যান্ড সমর্থকদের জন্য সুখবর, বেলজিয়ামের বিরুদ্ধে শনিবার তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে খেলবেন কেন ৷ সেটা নিজেই জানিয়েছেন ইংল্যান্ডের তারকা ৷
advertisement
advertisement
হ্যারি কেন বলেন, ‘‘ তৃতীয় স্থানের ম্যাচ হল এমন একটা ম্যাচ যেটা আমরা একেবারেই খেলতে চাইনি ৷ কিন্তু টুর্নামেন্টের শেষটা ভালভাবেই করতে চাই আমরা ৷ আমরা সেমিফাইনালের হার এখনও ভুলতে পারিনি ৷ কিন্তু কী আর করা করা যায় ৷ আমি খেলতে চাই তৃতীয় স্থানের ম্যাচে ৷ প্রত্যেকেই সেটা চায় ৷ ’’
advertisement
সেমিফাইনালে হেরে এতটাই ভেঙে পড়েছেন যে হ্যারি কেন বলেন, ‘‘এত কষ্ট ফুটবল জীবনে খুব কম পেয়েছি। জানি না কত দিনে শোক কাটিয়ে উঠতে পারব।’’ একইসঙ্গে কেন বলেন, ‘‘ এ বারের দলটা অসাধারণ। আগামী দিনে দারুণ ভাবে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে। ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2018 2:30 PM IST