বেলজিয়ামের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচের জন্য ফিট তিনি, জানালেন হ্যারি কেন

Last Updated:

বেলজিয়ামের বিরুদ্ধে শনিবার তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে খেলবেন কেন ৷ সেটা নিজেই জানিয়েছেন ইংল্যান্ডের তারকা ৷

#মস্কো: তিনি বিশ্বকাপের সোনার বুটের সবচেয়ে বড় দাবিদার ৷ ক্রোয়েশিয়ার কাছে হেরে দল সেমিফাইনালে ছিটকে গেলেও এখনও রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ইংল্যান্ডের হ্যারি কেনই ৷
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাঁর খেলা দেখে চমকে উঠেছিলেন অনেকেই ৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা গ্যারি নেভিল যেমন বলেই ফেলেছেন, কীভাবে সেমিফাইনালের মতো গোটা ম্যাচে অধিকাংশ সময় মাঠে দাঁড়িয়ে থাকতেই দেখা গিয়েছে কেনকে ৷ তা দেখে চমকে উঠেছিলেন তিনি ৷ কলম্বিয়া ও সুইডেন ম্যাচেও বারবার দাঁড়িয়ে যেতে দেখা যাচ্ছিল হ্যারিকে ৷ তাঁর চোট রয়েছে কী না, তা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন নেভিল ৷ আপাতত ইংল্যান্ড সমর্থকদের জন্য সুখবর, বেলজিয়ামের বিরুদ্ধে শনিবার তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে খেলবেন কেন ৷ সেটা নিজেই জানিয়েছেন ইংল্যান্ডের তারকা ৷
advertisement
advertisement
হ্যারি কেন বলেন, ‘‘ তৃতীয় স্থানের ম্যাচ হল এমন একটা ম্যাচ যেটা আমরা একেবারেই খেলতে চাইনি ৷ কিন্তু টুর্নামেন্টের শেষটা ভালভাবেই করতে চাই আমরা ৷ আমরা সেমিফাইনালের হার এখনও ভুলতে পারিনি ৷ কিন্তু কী আর করা করা যায় ৷ আমি খেলতে চাই তৃতীয় স্থানের ম্যাচে ৷ প্রত্যেকেই সেটা চায় ৷ ’’
advertisement
সেমিফাইনালে হেরে এতটাই ভেঙে পড়েছেন যে হ্যারি কেন বলেন, ‘‘এত কষ্ট ফুটবল জীবনে খুব কম পেয়েছি। জানি না কত দিনে শোক কাটিয়ে উঠতে পারব।’’ একইসঙ্গে কেন বলেন, ‘‘ এ বারের দলটা অসাধারণ। আগামী দিনে দারুণ ভাবে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে। ’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বেলজিয়ামের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচের জন্য ফিট তিনি, জানালেন হ্যারি কেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement