ফাইনালে গ্রিজম্যানই ফ্রান্সের জিদান হয়ে উঠবেন, মত পোগবার
Last Updated:
পুতিনের দেশে ফরাসি বিপ্লব ঘটবে কি না, তা জানতে আর মাত্র এক ম্যাচের অপেক্ষা।
#মস্কো: পুতিনের দেশে ফরাসি বিপ্লব ঘটবে কি না, তা জানতে আর মাত্র এক ম্যাচের অপেক্ষা। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের রোড টু ফাইনাল যাত্রাই বোধহয় সবথেকে মসৃণ। একমাত্র ডেনমার্ক বাদ দিলে সব ম্যাচেই জয় পেয়েছেন দেঁশর ছেলেরা। এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার জিনেদিন জিদানের দেশ।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে যাত্রা শুরু করেছিলেন এমবাপেরা। ম্যাচ পিছু খেলায় আরও উন্নতি করেছে ফ্রান্স। একটুর জন্য ইউরো হাতছাড়া হওয়ার দুঃখ ভুলতে মরিয়া থাকবেন গ্রিজম্যানরা। টিমগেম আর আক্রমণে বৈচিত্র্য ফ্রান্সের সাফল্যের অন্যতম কারণ। ফাইনালে গ্রিজম্যানই ফ্রান্সের জিদান হয়ে উঠবেন, মনে করছেন পল পোগবা। ভরসা জোগাচ্ছেন এমব্যাপের ফর্মও।
ফ্রান্সের রোড টু ফাইনাল
advertisement
advertisement
রাশিয়ায় প্রথম ম্যাচে অস্ট্রেিলয়াকে ২-১ গোলে হারায় ফ্রান্স। দ্বিতীয় ম্যােচ পেরুর বিরুদ্ধে ১-০ গোলে জয়। গ্রুপের শেষ খেলায় ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র। প্রি কোয়ার্টারে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্স জেতে ৪-৩ গোলে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২ গোলে হারান এমব্যাপেরা। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে উমতিতির একমাত্র গোলে জয়। ছয় ম্যাচে ফ্রান্স গোল করেছে ১০টি। ফ্রান্সের জালে বল ঢুকেছে ৪ বার। দেশঁর টিমের এমব্যাপে ও গ্রিজম্যান ৩টি করে গোল করেছেন।
advertisement
ফাইনালে ফ্রান্সের সামনে লুকা মদরিচরা। যাঁরা এবারের বিশ্বকাপের আবিষ্কার। ক্রোয়েশিয়ার মাঝমাঠের সাপ্লাই আটকানোই চ্যালেঞ্জ পোগবাদের সামনে। নজর কেড়েছেন দু’দলের গোলকিপাররাও। সুবাসিচ বনাম লরিস লড়াইয়ে শেষ হাসি হাসেন কে, তা জানতে অপেক্ষা আর এক ম্যাচের।
Location :
First Published :
July 13, 2018 1:41 PM IST